![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুকুর সারাক্ষণ তার লেজকে গুড়ায়, এটা আবার নতুন কি, কিন্তু জীবণে কি কেউ কখনো দেখেছেন, লেজ কুকুরকে গুড়ায় ?
হয়তো এই কথাটি শুনে ইতি মধ্যে আমাকে পাগল ভাবতে শুরু করেছেন। কারণ এটা কি করে সম্ভব? হয়তো ভাবতেছেন আমি সাজিয়ে কোন রুপকথার গল্প বলতেছি।
না, অবিশ্বাস আর অদ্ভুদ হলেও এটাই বাস্তব, যা আমি নিজের স্বচোক্ষে দেখেছি, নিজেও আশ্চর্য হয়েছি, এট কি করে সম্ভব, ব্যাপারটা খুবকাছে গিয়ে দেখলাম, হ্যাঁ সত্তিতো! দেখলাম লেজটা স্থির অবস্থায় আছে কিন্তু কুকুরটি গুড়তেছে। এটা বাস্তাবে সম্ভব হয়েছে কুকুরের শরীরের বড় হলেও, তার নিজে শরীরের উপর তার নির্ভরতা বা ভর্ষা নেই, এই রকম যে কুকুর গুলো নিজে দুর্বল হয়ে পড়ে তখন লেজ সুযোগ বুঝে কুকুরকে গুড়ায়।
এবার আসাযাক মুল কথায়।
আপনারা কি দেখেছেন।?
রাজাকারের সর্বোচ্চ নেতা ও জামাতের লিডার গোলাম আজমকে পালিয়ে যেতে?
আপনারা কি দেখেছেন যুদ্ধ অপরাধী মনবতা বিরুধী আপরী সাঈদী, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা গ্রাফতারের ভয়ে ও গ্রাফতার এড়াতে অজ্ঞত স্থানে গুপ্ত স্থানে লুকিয়ে যেতে? এরা জানতো তাদের অপরাধ কি ছিল, এবং নিশ্চিত ছিল তাদের ফাঁসী হবে, তারপরও গোলাম আজম, সাঈদী, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লাহ অজ্ঞত স্থানে পালিয়ে য়ায়নি।
কিন্তু বি,এন,পির মত এত বড় দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা এখন সবাই পালিয়ে আছে অজ্ঞাত স্থানে।
কি অদ্ভুদ মহাআশ্চর্য ব্যাপার। আবার তাদের মাঝে কেউ কেউ দাবী করে তারা নাকি মুক্তিযোদ্ধাও ছিলেন।
কি অদ্ভুদ এক মহা আশ্চর্য ব্যাপার, যা ভাবতেও হাসিপায়, নিরহ, অবুঝ, গরীভ শিশুদের টাকার লোভ দেখিয়ে সন্ত্রাসী ভাড়া করে জীবন্ত পুড়িয়ে মারাহচেছ মানুষ। আবার নিহতদের জন্য গায়েবী জানাজাও পড়া হয়,
আবার সেই জানাজা নামাজে কে প্রথমে সারিতে দাড়িয়ে ক্যামরায় নিচের চেহেরা দেখাতে তা নিয়ে নিজেদের মাঝে ধাক্কাধাক্কী , আরো আশ্চর্য জনক ব্যাপার ছিল গায়েবী জানাজার সময় ইমাম নিয়তরত অবস্থায় বি,এন,পি নেতারা পায়ে জুতো পড়ে আছে।
১. বিনা আমণন্ত্রণে হেফাজতের মঞ্চে বি,এন,পি শীর্ষ নেতা। তাও আবার বক্তব্য দেবার সুযোগ পায়নি মঞ্চে উঠেও।
২. নিসিদ্ধ সংগঠন ও স্বাধীনতা বিরুধী রাজাকারের কাধেঁর উপর ভর করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা।
এগুলোর অর্থ কি? এগুলোর মানে কি দাড়ায়? এটাই বাস্তাব চিত্র লেজ কুকুরকে গুড়ায়।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: লাতি পাগল হয়েগেছে । কেউ পাবনায় ফোন দাও।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
সাইফুর রহমান পায়েল বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: আপাকে পাগল ভাববো কেন? আপনি আসলেই তাই
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১
সাধারণ মুসলমান বলেছেন: ডিজিটাল যুগে এমনই হবে, নয় কি?
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫
পাঠক১৯৭১ বলেছেন: আপাকে পাগল ভাববো কেন? আপনি আসলেই তাই