![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়েষ্ট ইন্ডীজ অর্নুধ ১৯ দল বাংলাদেশে আসেন ৭ টি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ ১৯ দলের বিপক্ষে, প্রথম ৩ টি ওয়ানডে অনুষ্টিত হবার কথা ছিল চট্টগ্রামে, ইতি মধ্যে ১টি ওয়ানডে ম্যাচ হয়ে যায় , তাতে বাংলাদেশ জয়ী হয়।
কিন্তু গত ৭ তরিখ সন্ধ্যায় বি,এন,পি জামাতের হরতাল ও অবরোধে পিকিটিং করার সময় পিকেটাররা চট্টগ্রামের আগ্রবাদ হোটেলকে লক্ষকরে গ্রনেড নিক্ষেপকরে, এই আগ্রবাদ হোটেলেই অবস্থান করতেছিল ওয়েষ্টইন্ডীজ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল।
বর্তমানে আমাদের দেশের সর্বোচ্চ জনপ্রিয় খেলা ক্রিকেট। এই ক্রিকেট বাংলাদেশকে এনে দিয়েছে বিশ্বে এক নতুন সুনাম আর পরিচিত, ক্রিকেট আমাদের সাবর প্রাণের ভালবাসা, বি,এন,পি আওয়ামীলীগ, জাতীয়পাটি বলতে কিছুই নেই।
কিন্তু খুবই দুঃখ জনক কিছু মানুষ আমারা বাংলাদেশীরা আনন্দ করি, বা বাংলাদেশের কিছু সাফল্য তারা সহ্য করতে পারেনা, বাংলাদেশ যখন কোন বিষয়ে সাফল্য পায় তখন কিছু পাকিস্তানী হায়েনার রক্তেগঠিত মানুষের অন্তরে অর্ন্তজ্বালা সৃষ্টি হয়।
কারণ এই ক্রিকেটের সাফল্যের পেচনে একক অবদান আওয়ামলীগ সরকারের, গত ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশ প্রথম আই,সি,সিতে চ্যাম্পিয়ান হয়। প্রথম বারে মত বিশ্বকাপে অংশ নেবার সুযোগ পায়, আর প্রথম বারের মত পাকিস্তানের মত শক্তিশালী টিমকে হারিয়েছিল বাংলাদেশ। শুধু তায় নয় সেই আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশ টেষ্ট ষ্টেটাস লাভ করে, আবার সেই ২০০৮ নির্বাচনে জেতার পর এই সরকারের আমলে বিশ্বকাপ আয়োজনরে সুযোগ পায় বাংলাদেশ , উদ্ভধনী অনুষ্টান করে বিশ্বকে অবাক করে দেন এই আওয়ামীলীগ সরকার।
আগমীতে ২০১৪ তে বাংলাদেশ একক আয়োজন করতে যাচ্ছে টি২০ ক্রিকেট ওর্য়ান্ড কাপ, সামনে আগমী টি২০ বিশ্বকাপকে নৎসার করতে, যাতে আগামী বছর বাংলাদেশে টি২০ ওর্য়াল্ডকাপটি হতে না পারে মূলত তার জন্যই ওয়েষ্টইন্ডীজ দলের হোটেরকে লক্ষ করে এই হামলা করা হয়েছে।
পাকিস্তানেও কোন আর্ন্তজাতিক টিম খেলতে যায়না, তায় জামাত শিবির তাদের হৃয়ের মনো কষ্টের জ্বালা আর সহ্য করতে না পেরে ওয়েষ্টইন্ডীজ দলের হোটেলকে লক্ষকরে এই হামলা চালানো হয়েছে। যাতে বাংলাদেশেও পাকিস্তানের মত কোন বিদেশী আর্ন্তজাতিক টিম খেলতে না আসে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশকে পাকিস্তানের মত বানানোর জন্য বদ্ধপরিকর ওরা ...
এটিও পড়ুন
Click This Link