নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

আসাদুজ্জামান নুরের উপর জামাত শিবিরের হামলা, কোথায় এখন বিখ্যাত চলচিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৬





গত কিছুদিন আগে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠ শিল্পী ন্যান্সি তার ফেসকুকে একটি রাজনৈতিক বিষয়ক পোষ্ট দেন, ঠিক তার কয়েক দিন পর ন্যান্সির নেত্রকোনার গ্রামের বাড়ীতে একদল পুলিশ তল্লাসী চালায়।



পুলিশের পক্ষহতে দাবী করাহয় ন্যান্সীর ঐ নেত্রকোণার বাড়ীতে কেউ থাকেন না, ন্যান্সির গ্রামের বাড়ীর ছাদে সন্ধ্যায় কিছু যুবক দেখা গেছে, অপরিচিত একসাথে কয়েক জন যুবকদের উপস্থিতি দেখে কেউ পুলিশকে খবর দিলে, পুলিশ ন্যান্সির গ্রামের বাড়ীতে তল্লাসি চালায়।



কিন্তু ন্যান্সি তাতে মারাত্বক ভাবে ক্ষুব্দ হয়। ন্যান্সি তার ক্ষব্দ প্রতিক্রিয়ায় ব্যাক্ত করেন সাংবাদিক সন্লেন করে। আর ন্যান্সিকে সহায়তা করেন আমাদের দেশের অন্যতম বিখ্যাত চলচিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।



পুলিশ ঐ দিন ন্যান্সির বাড়ীতে নিয়ম মেনে তল্লাসি চালিয়েছিল, আইন শৃঙ্খলা বহিনী যে কোন সময় , যে কোন মুর্হুতে যে কারো বাড়ীতে বা প্রতিষ্টানে তল্লাসি চালাতে পারে , এটি আইন , পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু ঐ দিন ন্যান্সি সাংবাদিক সম্মেলনে পুলিশে নিয়ে মিথ্যাচার করেছেন এবং পুলিশের বিরুদ্ধে বিষাদাগার করেছেন। আর ন্যান্সিকে উষ্কদিতে সহায়তা করেন আমাদের বিখ্যাত চলচিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।



নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িতে হামলা; নিহত ৬ - See more at: Click This Link



গত ১৪ই ডিসেম্বর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ব্যাক্তি ও পর পর একটানা ৩ বার নির্বাচিত একজন সম্মানিত সংসদ সদস্যের উপর হামলা চালায় জামাত শিবির, এতে আওয়ামীলীগের ৫ জন কর্মী সমর্তক হত্যাকরে জামাত শিবির।



আসাদুজ্জামান নুর শুধু আওয়ামীলীগের নেতা নয় , তিনি একজন সংসদ সদস্য ও বাংলাদশের অন্যতম জনপ্রিয় জৈষ্ট নট্য আভিনেতা ও সাংষ্কৃতি ব্যাক্তি।



তাছাড়া ঐ সম্মানিত ব্যাক্তি আসাদুজ্জামা নুর কখনো রাজনৈতিক উষ্কানী মুলক কোন কথাবার্তা বলেনা, মিথ্যা ভুয়া উষ্কানী মুলক, প্রতিপক্ষকে বিদ্রুপকরে কোনদিন কোথাও কোন বক্তব্য দিতে দেখিনি বা শুনেনি আসাদুজ্জামান নুরকে



এই রকম একজন সম্মানিত ব্যাক্তির উপর বিনা উষ্কানীতে আক্রমণ করে জামাত শিবির আর হত্যা করে আওয়ামীলীগে ৫ জন সমর্তকে।





এমন একজন সম্মানিত সংসদ সদস্য ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জৈষ্ট নাট্য আভিনেতা ও সাংষ্কৃতির ব্যাক্তির উপর নির্মম মর্মান্তিক আক্রমণ করারও পরও এখনো পর্যন্ত কোথাও দেখা যায়নি চাষী নজরুল ইসলামকে।



অথচ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সাধারণ ও সদ্য নতুন কন্ঠ শিল্পীর বাড়ীতে তল্লাসি চালিয়েছিল বলে চাষী নজরুল ইসলামের গায়ে আগুণ জ্বালে।



কিন্তু একজন জনপ্রিয় জৈষ্ট নাট্য অভিনেতা ও পর পর নির্বাচিত সাংষ্কৃতি ব্যাক্তির উপর জামাত শিবিরের আক্রমণে চাষী নজরুল ইসলামের গায়ে বরফ দিয়ে বসে থাকেন।



চাষী নজরুল ইসলামে প্রশ্ন

ন্যান্সি সাংষ্কৃতি অঙ্গনে শিল্পী। কিন্তু আসাদউজ্জামান নুর কি ?




সত্তি অবাক কন্ড, নোংরা রাজনৈতিক আবেশ হতে নিজেকে মুক্ত রাখতে পারলনা একজন জনপ্রিয় মেধাবী সম্মানিত চলচিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।









( নিহত সমর্তকদের জানাযা পড়ে এসে কান্নায় ভেঙ্গে পড়েন আসাদুজ্জামান নুর)





( জামাত শিবিরের আসাদুজ্জামানের গাড়ীতে ভাংচুর চালায়)





তৎকালীন বি,এন,পি জামাত শিবির সরকার আমলেও পুলিশের আক্রমণে শিখার হন এই সম্মানিত ও সাংষ্কৃতি ব্যাক্তি আসাদুজ্জমান নুর।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৩

উপপাদ্য বলেছেন: নূরের ভাগ্য যে সে বেঁচে গেছে, কিন্তু হাসিনা যদি এমন গোয়ার্তুমি চালিয়েই যায় তাহলে ৫ জানুয়ারির পরে ঢাকার বাইরে জন প্রতিরোধে ভারতলীগের কবর রচনা হয়ে যাবে। নিশ্চিত করেই বলতে পারি।

একটা মাত্র মহিলা, সকল দলের অংশগ্রহনে নির্বাচন দিতে চায় না। বিবেকহীন হায়েনার কব্জায় বাংলাদেশ।

আওয়ামীলীগ করেন ভালো কথা কিন্তু এভাবে বিবেক বিসর্জন দিয়েন না।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৭

লাতি বলেছেন: উত্তর দে , জামাতি হায়েনার বাচ্চা
১৯৭৫ এর ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধকে হত্যারপর আওয়ামীলীগত কত জন মেরেছিল?
১৯৮১ সালে জিয়াকে হত্যার পর বি,এন,পি কত জন মেরেছিল?
১৯৯০ সালে এরশাদ গ্রাফতার হবার পর জাতীয়পাটি কতজনকে মেরেছি।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২২

বেঈমান আমি. বলেছেন: উপরে একটা ফাকিস্তানি দেখলাম। X(

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৮

বিষন্ন পথিক বলেছেন: জামাতের অনুরোধে উনি ককটেল চাষে ইট্টু ব্যাস্ত আছেন

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৭

দেশপ্রেমিক পোলা বলেছেন: হতাস দেশের অবস্থা দেখে। জানের কোন নিরাপত্তা নেই। মানুষের জান যেন কাকের জানের চেয়েও অধম। আর কতটা নিচে নামব আমরা? দেশের সুনাম কোনদিন ছিলো না, কিন্তু দুর্নামেরও তো একটা লিমিট থাকে। পৃথিবীর সবচেয়ে খারাপ দেশটি হলো বাংলাদেশ - এটি বললে কি অপরাধ হবে?

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫২

বেঈমান আমি. বলেছেন: দেশপ্রেমিক পোলা @আপনি নিজের মা কে খারাপ বলবেন?

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪

উপপাদ্য বলেছেন: লেখক বলেছেন: উত্তর দে , জামাতি হায়েনার বাচ্চা

- এটার কোন উত্তর দেবোনা, যেহেতু আপনি নূরের মতো গুনী মানুষের পক্ষে ওকালতি করছেন। আমি না হয় হায়েনার বাচ্চা হলাম, আমার বাবা-মা না হয় আপনার নোংরা দুর্গন্ধযুক্ত মুখের ভাষায় হায়েনাই হলো। তবে বিশ্বাস করতে খুব চেস্টা করছি আপনার বাবা ও মা দুজনেই মানুষ। হয়তো অসাধারন মানুষ। তা না হলে আপনার মতো জ্ঞানী পয়দা করা অসম্ভব হতো বৈকি?


১৯৭৫ এর ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধকে হত্যারপর আওয়ামীলীগত কত জন মেরেছিল?
১৯৮১ সালে জিয়াকে হত্যার পর বি,এন,পি কত জন মেরেছিল?
১৯৯০ সালে এরশাদ গ্রাফতার হবার পর জাতীয়পাটি কতজনকে মেরেছি।

- তো এখন আওয়ামিলীগ কে বিএনপি হত্যা করতে হবে, ইলিয়াস কে গুম করতে হবে, প্রহসনের নির্বাচন করে দেশকে হাস্যকর, অকার্যকর আর অর্থনৈতিক ভাবে বিপন্ন করতে হবে?/

ঠিক আছে, তবে আপনি যেহেতু হায়েনার বাচ্চা নন সে হিসেবে দেশ এভাবেই চলুক। চলুক নুরের উপর হামলা, চলুক পুলিশ কতৃক বাসার গেট ভেঙে ঘরে ঢুকে গুলি করে ছাদ থেকে ফেলে দেওয়া।

হয়তো আজ আপনি দলীয় পরিচয়ে কিংবা প্রভাবে ভালোই আছেন কিন্তু প্রভাব চির দিনের নয়।


@ বেইমান: হ্যাঁ আমি ফাকিস্তানকে জাস্ট ফাক করে আসলাম, বিজয় দিবস উদজাপন করার জন্য।

আপনি কি তবে এখনো মনমোহনের ধুতির তলা থেকে বের হন নি।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩১

বেঈমান আমি. বলেছেন: উপপাদ্য@না মনমোহন বা মমতারে টাইম নাই।বাট ৭১ এ সাহায্যকারি ইন্দিরাকে কেমনে ভুলি?ইন্ডিয়ান আর্মিকে সারা জীবন মনে রাখবো সাহায্যকারী হিসাবে আর ফাকিস্তানিদের হায়েনা হিসাবে।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৫

হরিসূধন বলেছেন: আম্বালীগ কে সবাই মারবো জামাত শিবির গান গাইয়া "চেতনার" ধান্দার দিন শেষ।

অভিনয় শিল্পী নুর কে কেউ মারে নাই।
মারছে বাল নেতা বাল নুর কে।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

মিতক্ষরা বলেছেন: এখানে গুতান।

Click This Link

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

সালটু বলেছেন: উপপাদ্য মামা। অনেক দিন পরে কষে পাছায় লাথি মারতে দেখলাম খুব আনন্দিত হলাম। পুলিশ বেষ্টনীতে থেকে সারা দিন হাম্বা হাম্বা করে, লাথির সুযোগ পাওয়া যায় না। ব্লগে তো আর পুলিশ নাই... উনারা যখন পারেন না তখন গালি দেওয়া সুরু করেন।

আমাদের দাবী একটাই, রাজাকার এবং ভাদাকার মুক্ত স্বাধীন দেশ চাই।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

পার্থরূপ বলেছেন: এক বার মুক্তিযোদ্ধা সারাজীবন মুক্তিযোদ্ধা নয় ,একবারের রাজাকার সারাজীবন রাজাকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.