নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

পাকিস্থান নিজেই প্রমাণ করলো, জামাত শিবির তাদের গৃহপালিত কুকুর। আর বি,এন,পি সেই কুকুরের কেয়ার টেকার।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রথম অন্যকোন বিদেশী দেশ সরাসরি বাংলাদেশের অভ্যান্তরীণ বিষয়ের উপর নগ্ন ভাবে হস্তক্ষেপ করেছে। তাও আবার সেই ১৯৭১ এর ঘাতক পাকিস্তান জামাত শিবিরের রাজাকার কাদের মোল্লার ফাসীঁর কার্যকরের ক্ষুব্ধ হয়ে।



এতে প্রমাণিত হলো জামাত শিবিরের কোন ক্ষতি হলে পাকিস্তানীদের গায়ে আগুন জ্বলে আর তাদের অন্তরে অর্ন্তজ্বালার সৃষ্টি হয়। ঠিক একই ভাবে বাংলাদেশে উন্নতি হলে জামাত শিবিরের মনে ব্যাথার সৃষ্টিহয়, কারণ জামাত শিবির পাকিস্তানীদের গৃহপালিত বিশ্বস্ত কুত্তা।



পাকিস্তানীরা মুলত আমাদের উপর থুতু থুতু ফেলেছে। যা আমাদের জন্য ছিল মারাত্বক লজ্জাজনক আর অসম্মানের বিষয়। কিন্তু তারচেয়েও মারাত্বক লজ্জাজনক আর হতাশার বিষয় ছিল এতবড় একটি ঘটনার পরও বি,এন,পি পাকিস্তানী আচারণের বিরুদ্ধে টু শব্দ প্রতিবাদ করেনি, বা কোন রকম মন্তব্য বিবৃতি দেয়নি।



কাদের মোল্লার ফাসীঁর পর পাকিস্থান যে ঘৃণ্য নিকৃষ্ট আচারণ দেখিয়েছে তাতে ১০০% পরিষ্কার প্রমাণিত হলো জামাত শিবির পাকিস্থানের গৃহপালিত কুকুরের পাল, আর জামাত শিবিরের প্রতিটি কর্মী ঐ কুত্তার পালের সদস্য । আর বি,এন,পি হলো সেই পাকিস্থানী পালিত কুকুরের কেয়ার টেকার।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

এই আমি সেই আমি বলেছেন: ১৯৭১ সালে পাকিস্তান ছিল main force আর জামাত ছিল auxilary force বা রাজাকার আর ২০১৩ তে main force হল জামাত আর auxilary force অর্থাৎ রাজাকার হল বিএনপি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.