নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার মার্চ ফর ডেমক্রেসি ডিসট্রাকশন।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

শুরুতে জেনে নেওয়া যাক ডেমক্রেসি আর ডিসট্রাকশন, শব্দগুলোর অর্থ কি।

Democracy আর Destruction দুটি ইংরেজী শব্দ, যার বাংলা অর্থ হলো।

Democracy = গণতন্ত্র।

Destruction = ধ্বংস।



খালেদা জিয়া যে মার্চ ফর ডেমক্রেসির ঘোষণা দিয়েছেন তার সেই ঘোষণায় তিনি একটি শব্দ কম উচ্চারণ করেছেন। তার ঘোষণার পূর্ণঙ্গ বাক্যটি হলো মার্চ ফর ডেমক্রেসি ডিসট্রাকশন।



গত ৫/৬ ই এপ্রিল হেফাজতের ঢাকা অবরোধ কর্মসুচিতে মারাত্বক ধ্বংসাত্বক নাশকাত চালানোর পর এই বি,এন,পি আর বি,এন,পি পন্থী বুদ্ধিজীবীর বলেছিল কেন সরকার হেফাজত কে ঢাকায় আসার আনুমতি দিয়েছিল?

ঠিক একই ষ্টাইলে হেফাজতের মত একটি ধ্বংসাত্বক নাশকতা সৃষ্টিকরার জন্য খালেদা জিয়া এই মার্চ ফর ডেমক্রেসি ডিসট্রাকশনের ঘোষণা দিয়েছেন।



এই সমস্ত নাশকাত সৃষ্টিকারীদের বলতে চায়।

মাঝে মাঝে গ্রামে দেখতাম আর্শ্বিন মাসে কুত্তা পাগল হয়ে যায়। সামনে যাকে পায় তাকে কামড় দিয়ে বসে। মাত্র একটি পাগরা কুত্তার কারণে পুরো গ্রামটি হয়ে পড়তো আতঙ্খগ্রাস্ত। কারণ আর্শ্বিন মাসের উত্তেজনায় কুত্তা সাময়ীক পাগল হয়। এই পাগলামী বেশী দিন স্থায়ী হয়না। উত্তেজনা কেটে যাবার পর আবার কুত্তার স্বাভাবিক আবস্থায় পিরে আসে।

মাত্র একটি পাগলা কুত্তা পুরো গ্রামের মানুষকে আতঙ্কগ্রস্থ করে দেয় তার মানে এই নয় যে কুকুর মানুষের চেয়ে সেষ্ট।



সংবিধান মানিনা, আইন মানিনা, বিচার মানিনা, আদালত মানিনা, ২৬৪ টি আসন পাওয়া দলের কথায় নয় দেশ চলতে হবে ৩০ টি আসন পাওয়া দলের কথায়। জামাত শিবির কুত্তাদিয়ে নাশকাত সৃষ্টি করে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করে সরকারউপর চাপ সৃষ্টি করে দাবী আদায় বা এই হল গণতন্ত্র।





ভুলে যাবেনা হে বি,এন,পি জামাত। বাংলাদেশের সর্ববৃহত্তম ও সর্বোচ্চ জনসমর্তিত যে দলটি সেটি হল আওয়ামীলীগ।

শুধু সময়ের অপেক্ষায় , এই ধ্বংসাত্বক নির্মম নাশকাতার জবাব একদিন কড়ায় গন্ডায় দিতে হবে বি,এন,পি জামাত কে।







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

েফরারী এই মনটা আমার বলেছেন: গতকাল আমি আমার এক বন্ধুকে "তুই ব্যটা একনম্বর Politisian ...."বলতেই সে খুব খেপে গেল।
কারনটা কারো জানা থাকলে দয়া করে বলবেন কি ?
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.