![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসন্ন দশম জাতীয় সংসদের নির্বাচনে ইতি মধ্যে বেসরকারী ভাবে বিনা প্রতিদন্ধীতে নির্বাচিত হয়েছেন ১৫৪ জন সংসদ সদস্য, এই নিয়ে বি,এন,পি হতে দাবী করা হচেছ ভোটার ছাড়া বিনা প্রতিদন্ধীতে নির্বাচিত সংসদ সদস্যরা অবৈধ।
এখন প্রশ্ন হলো
যদি সংসদ নির্বাচনে একের অধিক প্রার্থী পাওয়া না যায়, অথবা একেবারে কোন প্রার্থী পাওয়া না যায় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের করণীয় কি?
জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ টি মহিলা আসনের সংসদ সদস্যরা কার ভোটে কি ভাবে নির্বাচিত হয়? তারা কি বৈধ না অবৈধ?
বিনা প্রতিদন্ধী সংসদ সদস্যরা যদি অবৈধ হয়, নির্দলীয় তত্ত্ববধায় সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টারা কার ভোটে নির্বাচিত হয়? তারা কি বৈধ না অবৈধ?
আশাকরি বি,এন,পি ও জামাত শিবিরের নেতা নেত্রী, কর্মী, সমর্তকরা জবাব দিয়ে যাবেন।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১
গ্রাম্যবালক বলেছেন: আপনাকে ২ টা প্রশ্ন করি---
১ নৈতিকতার প্রশ্নে হাসিনার এই নির্বাচনকে কি সমর্থন করা যায়???
২খালেদা জিয়া এই টাইপের একটা নির্বাচন করেছিল। হাসিনা কি তা মেনে নিয়েছিল নাকি জালাও পোড়াও নীতি অবলম্বন করেছিল???
উত্তরটা দিবেন কিন্তু।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪২
হাসিব০৭ বলেছেন: রংহেডের বালমন্ত্রীর দালাল
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
নষ্ট ছেলে বলেছেন: ছাগল ঘাস খায়, মানুষ ছাগল খায়, সুতরাং মানুষ ঘাস খায়!
এই ধরনের যুক্তি দিয়া মানুষরে ভুদাই বানানো যায় না ভাই।