![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুদ আর আজব দেশ আমাদের ।
সংসদ, সংবিধান, আইন, বিচারালয় এইগুলো অবৈধ।
জ্বালাও, পোড়াও, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা, বৃক্ষ নিধন, প্রাণী হত্যা এই গুলো হলো বৈধ।
সংবিধানকে ডাষ্টবিনে ছুড়ে ফেলা হবে ,এই কথা কেন বলেছিল খালেদা জিয়া তার প্রমাণ পেয়েছি এবং এখনো পাচ্ছি,
কিসের সংবিধান। মা খালেদা আর পুত্র তারেক যেই ভাবে চায় সেই ভাবে দেশ চলবে, কারণ খালেদার প্রিয়তম তো সেই সংবিধানের উপর পা দিয়ে অবৈধ ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হরণ করেছিল , তো - জিয়ার যে ভাবে সংবিধানকে লঙ্ঘন করেছেন তার সম্মানটুকু অন্তত রাখতে হবে, জিয়া সংবিধানকে তোয়াক্কা করেনি, তায় তার স্ত্রী পুত্ররা কেন করবে?
ইতি মধ্যে সম্পন্ন হয়ে গেল দশম জাতীয় সংসদ নির্বাচন, একটি কথা সত্য যে নির্বাচন কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম ছিল, নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হবার অন্যতম প্রধান কারণ বি,এন,পি জামাত শিবিরে নাশতকা আর সন্ত্রাসী কর্মকান্ডের ভয়।
ভোটারদের নৈতিক সমর্তন ছিল ভোটে ও নির্বাচনের প্রতি, কিন্তু জামাত শিবিরের নাশকতার ভয়ে ভোট কেন্দ্রে মানুষের কম উপস্থিতি ছিল। তারপরও বি,এন,পি জামাতের মারাত্বক হুমকি আর নাশকাত সন্ত্রাসীদের ভয় উপক্ষে করে, ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে প্রচুর ভোটার, স্বাভাবিক ভাবে যদি নির্বাচন হতো আর তাতে বি,এন,পি জামাত অংশগ্রহণ না করলেও প্রচুর ভোটার নির্বাচনী কেন্দ্রে যেত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।
এখন দেখা বিষয় বি,এন,পি জামাত কি করে? কত দিন তারা লড়াই চালিয়ে নিতে পারবে আওয়ামীলীগের বিরুদ্ধে? ইতিমধ্যে ছিন্ন বিচ্ছিন্ন আর উপড়ে গেছে জামাতের মুল সাংগঠনিক স্তম্ব, র্দুনীতির ভরে মারাত্বক দুর্বল হয়েগেছে বি,এন,পি। সব নেতা লেজগুটিয়ে প্রাণ বাচাঁতে দৌড়াচ্ছে অসহায়ের মত।
বরুদ্দোজা চৌধুরী, কাদের সিদ্দীকি, ব্রিগেডিয়ার ইব্রাহীম তালুকদার ছাড়া ১৮ দলের কোন নেতা কর্মীকে দেখাতে দুরের কথা তাদের ছায়াও আর এখন দেখা যায় না।
বি,এন,পি তার রাজনৈতিক জীবনে মারাত্বক ভুলটি করেছে এই ৫ ই জানুয়ারী নির্বাচনে অংশ না নিয়ে, কারণ সেই ১৯৮৬ সালে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নিয়েও গুড়ে দাড়াতে পেরেছিল বি,এন,পি কারণ, সাথে আওয়ামীলীগ ছিল বলে, কিন্তু বি,এন,পি বর্তমনে অনেকটা একা, জামাত শিবির থাকলেও তারা তাদের নিজেদের অস্থিত্ব রাক্ষা করতে নিজেরাই হিমশিম খাচেছ, সবচেয়ে বড় কথা বি,এন,পির চলমান অন্দোলনে মানুষের নৈতিক সমর্তন নেই, আমার যা দেখতেছি তা হলো বি,এন,পি জামাতের কিছু সন্ত্রাসী কর্মকান্ড।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
বিডি আমিনুর বলেছেন: লজ্জা মোটেও নাই ? এর পরেও কি ঘেউ ঘেউ করবেন ?
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
লাতি বলেছেন: একটি ব্যাপার লক্ষ করুন,
২৯ শে ডিসেম্বর ২০১৩। বি,এন,পির ডাকে সাড়া দেয়নি গ্রাম পর্যায়ের একটি প্রাণীও,
কিন্তু বর্তমান সরকারের ডাকে কত জন সাড়া দিয়েছে তা হিসাব নিজে করুন।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামি লীগ এই নির্বাচনের আগে ছিল রাজনৈতিকভাবে দেউলিয়া,আর নির্বাচনের পরে পুরোপুরি রাজনৈতিকভাবে ন্যাংটা।কারন জনগন আওয়ামি লীগের এই তামাশার নির্বাচন ঘৃনাভরে প্রত্যাখান করেছে।ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তাই প্রমান করেছে।
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
লাতি বলেছেন: একটি ব্যাপার লক্ষ করুন,
২৯ শে ডিসেম্বর ২০১৩। বি,এন,পির ডাকে সাড়া দেয়নি গ্রাম পর্যায়ের একটি প্রাণীও,
কিন্তু বর্তমান সরকারের ডাকে কত জন সাড়া দিয়েছে তা হিসাব নিজে করুন।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
কর্ণেলসাব বলেছেন: ভাই আকাশে বাতাসে ছাগুদের কান্নার ধ্বনি শুনতে পাচ্ছি । কি হবে তাদের । এত সুন্দর ১ টা ছবি শেয়ার দেয়ার জন্য ধন্যবাদ । লেকিন ভাই লোক এই ছবি টা April 29, 2013 at 14:35 এ এই ওয়েব সাইটে দেয়া হয়ে ছিল ।
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
লাতি বলেছেন: নির্বাচন যেই ভাবে হোক , একটির বেশী ছবি দিতাম না,
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
মোঃ উরমান বলেছেন: নির্বাচন এর মাধ্যমে জনগন কার গালে যেন থাপ্পর মারল, বলেন তো কার গালে এই থাপ্পর পরল?
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
রন৬৬৬ বলেছেন: At the end of the day, BAL is the biggest looser. They lost credibility and people's confidence. BD Awami League is politically bankrupt w.e.f. January 05, 2014.
However, our constitution does not support basic human rights for the people of Bangladesh!!! This constitution was made according to the needs of ruling class. We are all foolish and stupid people.
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
নূর আদনান বলেছেন:
কি আর কমু.... শুধু দেখতেছে মানুষ কতটা নিচ আর নির্লজ্জ হতে পারে...
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ২৯ শে ডিসেম্বর ২০১৩। বি,এন,পির ডাকে সাড়া দেয়নি গ্রাম পর্যায়ের একটি প্রাণীও,
কিন্তু বর্তমান সরকারের ডাকে কত জন সাড়া দিয়েছে তা হিসাব নিজে করুন।
আরে বলদ-
২৯ ডিসেম্বর সরকারের যুদ্ধ ঘোষনার প্রতিবাদেই মানুষ ঘরে বসে থেকে ভোট না দিয়ে দিয়েছে।
তিনদির আগে থেকে পুরা দেশকে অচল করে, গৃহযুদ্ধের আশংকা লাগিয়ে বসে ছিল সমরকার-পোড়ামাটিনীতিতে। কিন্তু জাতীয়তাবাদী নেত্রী গৃহযুদ্ধ চাননি বলেই ব্যাকফুটে হেটে মানুষকে বাঁচিয়েছেন।
আর মানুষও ব্যাপক হারে তার দাবীর প্রতি একাতত্বা জানিয়ে ভোট কেন্দ্রে না গিয়ে সরকারকে তাদের জবাব দিয়েছে!
খালেদার ডাকেই কেউ ভোট কেন্দ্রে আসেনি।
এখন বলেন-কার পক্ষে লোক বেশি!!!
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
নষ্ট ছেলে বলেছেন: ওহে দাদা, আপনার পোস্টের ছবিটা তো সিটি কর্পোরেশন নির্বাচনের
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
লাতি বলেছেন: দাদা মানে বাবার বাবা, তো কষ্ট করে বাবার বাবা না বলে নিজের বাবা বলতে পারেন, ধন্যবাদ তোর বাপের বাবা ( দাদা ) বলে সম্ভাষণ করার জন্য।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩
নষ্ট ছেলে বলেছেন: ছবি দেওয়ায় মনে হয় পশ্চাৎদেশে আগুন ধরে গেছে
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯
আলোকন বলেছেন: ক্ষমতার জন্যে কেউ কতটা বেহায়া হইতে পারে, পাবলিক সেটা দেখতেসে চুপচাপ
কাগুর বিশ্ববেহায়া খেতাবটা বুঝি আর রইলো না
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৭
রাফা বলেছেন: আপনি বিএনপি পাইলেন কই?আমিতো চারিদিকে শুধু ছাগিয়তাবাদি দেখতে পাচ্ছি।
এরা হোচ্ছ জামাত আর ঝাতিয়তাবাদের শংকর।
লক্ষ করুন আমি কি বলেছি।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: Click This Link
নিখাদ বিনোদন!!
প্রহসনের নির্বাচন!!
৫-৭% ভোটার.. তারপরও লম্বা লম্বা কথা!!!!!!!!!!!! হাসতে হাসতে শ্যাষ