![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি,এন,পি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার পেচনে জামাত শিবিরের সন্ত্রাসী ছাড়া এখনো জোরালো কোন নৈতিক যুক্তি দেখাতে পারেনি, অনেকটা নিজের ইচ্ছায় শখকরে ইচ্ছকৃত ভাবে জামাত শিবিরকে খুশি করতে নির্বাচন বয়কট করলো বি,এন,পি।
কিছু কিছু মানুষ আছে অন্যের শুভ যাত্রা ভঙ্গ করতে নিজে নিজের নাক কেটে পেলেন, কিন্তু চিন্তা করেনা তার সৌন্দর্য মুখটা বিশ্র হয়ে গেল। আবার কোন কোন সময় দেখি চলচিত্র নায়িকা তার নিজের পোষাক নিজে নিজে খুলে উলঙ্গ হয়ে অন্যপুরুষের চরিত্রকে কলঙ্কিত করতে,
বি,এন,পি তাই করলো, সংবিধান, আইন, বিচারক, আদালত, কোন কিছুর কথাই বিন্দুমাত্র চিন্তা বা তোয়াক্কা করেনি, বি,এন,পি,
কথায় কথায় শুধু একটাই ডাইলগ - নির্বাচনে যাব না, নির্বাচনে যা না।
কারণ বি,এন,পি ভাল করে জানতো। যদি বি,এন,পি নির্বাচনে না যায়, সেই ক্ষেত্রে নির্বাচন প্রশ্ন বিন্ধ হবে। সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলো বি,এন,পি। আওয়ামীলীগকে বিপদে আর বেকায়দায় ফেলতে বি,এন,পি নিজের পায়ে নিজে কুড়াল মারলো।
খুবই হাসি পেয়েছিল , যখন বি,এন,পি নেত্রী তত্ত্ববধায় সরকারের ফর্মুলা দিয়েছিলেন, ১৯৯৬ আর ২০০১ এর তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টাদের নিয়ে ২০১৪ নির্বাচনের তত্ত্বধায় সরকার গঠন করা।
বি,এন,পি নেত্রী আসলে জেনে শুনে ইচ্ছকৃত ভাবে এই ফমুর্ল দিয়েছেন, কারণ সেই ফর্মুলা আওয়ামীলীগ জীবনেও পুরণ করতে পারবেনা, কারণ সেই ১৯৯৬ আর ২০০১ তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টরা অনেকে মৃত্যু বরণ করেছে , যারা বেচে আছে তাদের বেশীর ভাগ অসুস্থ, এতে সুম্পষ্ট হয়ে যায় বি,এন,পি র্টাগেট ছিল কোন রকম নির্বাচন বয়কট করা। অবশেষে তাই হল।
আরেকটি বিষয় লক্ষ করুন, বি,এন,পি হামেশায় একটি কথা বলে আসতেছে , তত্ত্ববধায়ক সরকার চাই, কিন্তু এখনো সুস্পষ্ট ভাবে কাকে তত্ত্ববয়াক সরকারের প্রধান উপদেষ্ট হিসাবে বি,এন,পি চায় তার নাম বা ফর্মুলা এখনো দেননি।
যদি সেই পুরনো আইনে ফিরে যায় সেই ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে তত্ববধায় সরকারের প্রধান উপদেষ্টা হবেন বিচারপতি খাইরুল হক। এখন প্রশ্ন বি,এন,পি কি খাইরুল হককে প্রধান উপদেষ্ট হিসাবে মেনে নিবেন?
এখন আওয়ামীলীগ যদি ইচ্ছ করে তারা বি,এন,পির মত একটি শয়তানি বুদ্ধি করতে পারেন।
শয়তানি ফর্মুলাটি হল
আগামীতে বি,এন,পির শর্তনুসারে ও বি,এন,পির কথা মত তত্ত্ববয়াক সরকারের প্রধানের হাতে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা হতে সরে যাওয়া, তারপর ঐ উপদেষ্টার উপর কঠিন কঠিন অবাস্তব আর আজগুবি কিছু শর্ত জুড়ে দেওয়া, এবং বলে দেওয়া উচিত যদি তত্ত্বধায়ক সরকার আওয়ামীলীগের শর্তগুলো পুরনে ব্যার্থ হয় , তাহলে আওয়ামীলীগ নির্বাচন বয়কট করবে, তখন দেখা যাবে খেলাটি কেমন হয়,আর তখন দেখা যাবে বি,এন,পি কিভাবে নির্বাচন করেন, আর কি ভাবে দেশ পরিচালনা করেন।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৯
েফরারী এই মনটা আমার বলেছেন: যুক্তরাষ্ট্র তথা ইহুদীদের একটা বড় অভ্যাস হলো কোন কিছু করার আগে তারা ওই বিষয়টি ওই দেশের জনমানসে প্রকারান্তরে গভীরভাবে ঢুকিয়ে দেয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতেও গৃহযুদ্ধ বাধানোর জন্য তারা সেই অপচেষ্টাই করে যাচ্ছে।
আার তাদের এই নীল নকশা বাস্তবায়নে তারা অত্যান্ত সুকৌশলে ব্যবহার করছে হাসিনা-খালেদা-এরশাদ-হেফাজত-জামাত-সুশিল-মিডিয়াকে।
Click This Link
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৪
মেনন আহমেদ বলেছেন: আপনার কথাগুলো খুব-ই যুক্তিপূর্ণ,ভালোলাগলো।
আচ্ছা আপনি কি বলতে পারবেন আওয়ামিলীগকে ভারত ব্যহার করে আমদের দেশকে ধর্ষন করবেনা???
ভাই কাছের শত্রু ভালো নাকি দূরের শত্রু ভালো বলবেন কি???
ভাই আমাদের দেশ যার কাছে নিরাপদ থাকবে আমরা তার সাথে থাকবো।
আর সে জন্য বিএনপি আওয়ামিলীগ কাউকে কি আমরা বিশ্বাস করতে পারি???
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৫
ভিটামিন সি বলেছেন: ভাইজান কি গঞ্জিকা সেবন করিয়াই পোষ্ট প্রসব করিলেন? গতকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন? ভোট কেমন হয়েছে সেটা জেনে থাকলে তো আপনার লজ্জায় তিনদিন বিছানা ছাড়ার কথা না।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৬
মুহসিন বলেছেন: দুইদল মারামারি বন্ধ করে ৫ বছর ৫ বছর করে সরকার চালালেই হয়। জনগণকে জিম্মি আর কতকাল করা হবে। তত্ত্বাবধায়ক জনগণ চায় কি চায়না-- গণভোট দিলেই হতো।
প্রত্যেক সরকার আসবে আর তত্ত্বাবধায়ক উঠিয়ে দেবে, বিরোধী দল আন্দোলনে যাবে-- এটা তো কাম্য হতে পারেনা। দুই দলের ঝগড়া দেখতে তো আমরা দেশকে স্বাধীন করিনি। এবার শয়তানী বুদ্ধি বন্ধ করে দেশের মানুষকে একটু ভাই শান্তিতে থাকতে কোন বুদ্ধি থাকলে তাই দিন।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৯
Saeen বলেছেন: We demand nothing but peace, brother.....!!!
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৫
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালী কুত্তাদের মতো শয়তান এই বিশ্বে আর একটাও আছে নাকি?
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
লাতি বলেছেন: আপনি ঠিক বলেছেন , কারণ বাকশালের অন্যতম সদস্য ছিল জিয়াউর রহমান।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
টি-ভাইরাস বলেছেন: আপনে যে আওয়ামীলীগের পা চাঁটা ভক্ত সেটা বুঝা গেছে ভাই ... দূরে যাইয়ে মরেন
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
মারজ সোহাগ বলেছেন: (শতকরা)% হিসাব কি প্রতি হাজারে নাকি প্রতি লাখে হয়? নাকি বর্তমানে গায়েবানা ভোটের সিস্টেম চালু আছে
Click This Link
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
পৃথিবীর আলো বলেছেন: আপনার কথাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট, বি এনপি নির্বাচনে গেলে অবশ্যই বিএনপি ক্ষমতায় যেত। তার মানে কি বিএনপির ভয়েই আপনারা এই একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন?? ক্ষমতার এত লোভ কেন আপনাদের? ৫ বছর লুটেপুটে খেয়েও কেন পেট ভরে না?
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২০
মেনন আহমেদ বলেছেন: ভাই বিএনপি কেন জামায়াত কে খুশী করতে যাবে,যুক্তি দিয়ে একটু বোঝাবেন কি???