নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

কোরআন, মন্দীর, প্যাগোডা সব পোড়াও তোমরা তারপরও তোমরা আস্তিক, কিন্তু রাজাকারের বিচার চায়লে হয়ে যায় নাস্তিক।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২১

নারীরা প্রকাশ্যে রাস্তায় চলা ফেরা করতে পারবেনা, কিন্তু একা পেলে নারীকে হায়েনার মত পেচন দিক হতে তাড়া করা যাবে।



দাড়ী টুপি নিয়ে নাটক সিনেমা বানানো যাবেনা, কিন্তু মুখে দাড়ী আর মাথায় টুপি দিয়ে গাড়ীতে আগুন দেওয়া যাবে আর ভাংচুর করা যাবে।



রাজাকারের ফাঁসী চায়লে নাস্তিক , কিন্তু কোরআন শরীফ পোড়ানো, মন্দীর পোড়ানোর পরও তামরা আস্তিক।



নারীদের দেখলে যাদের মূখে লালা ঝরে তারাই এখন বিখ্যাত আলেম ওলামা।



হে তথাকতিত আস্তিকদের দল,

>মসজিদে আগুন দাও তোমরা।

>কোরআনে আগুন দাও তোমরা।

>ভোট কেন্দ্র পোড়ানোর নামে ইসলামী মাদ্রাসা পোড়াও তোমারা।

>মন্দীরে আগুন দাও তোমরা।

>প্যাগোডাই আগুন দাও তোমরা।

>আলেম হত্যা কর তোমারাই।

>হিন্দু বৌদ্ধ হত্যা কর তোমরাই।





তারপরও তোমরা আস্তিক। আর বাকীরা সাবই নাস্তিক।



আওয়ামীলীগ ক্ষমতায় গেলে মসজিদে আযানে পরিবর্তে উলুধ্বনি শোনা যাবে। আওয়ামীলীগ ক্ষমতায় গেলে কোন মুসলমান মাথায় টুপি দিয়ে রাস্তায় হাটতে পাবেনা।

এই সমস্ত কথাগুলো তোমরাই বল। কারণ তোমরাই ইসলাম পন্থী দল।





মক্কাশরীফে ওমারাহ হজ্ব গিয়ে পরপুরুষের চেয়ার ধাক্কা খাওতোমরা। তারপরও তোমরা আস্তিক।



ব্রু ফ্লাক করে, মাথার চুল ফুলিয়ে জরিনা সুন্দরীর মত সাজুগুজু কর তোমরাই , কারণ তোমরা আস্তিক তোমাদের জন্য এই গুলো হালাল।



পবিত্র মক্কা শরীফের গিলাফ নিয়ে মিথ্যা আর ভুয়া সংবাদ প্রচার করে তোমাদের প্রিয় পর্ণ সাংবাদিক তারপরও তিনি ইসলামে কান্ডারী।



কালো টাকা সাদা করে ব্যাবহার তোমাদের জন্য জায়েজ, বিদেশে টাকা পাচার করে তা হাতে নাতে ধরাপরাও পরও তা হালাল।

























মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৬

পাঠক১৯৭১ বলেছেন: বাংগালীদের বিরাট অংশ জন্ম থেকেই সন্ত্রাসী।

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৭

হাতীর ডিম বলেছেন: লন্ডন থেকে ফতোয়া আসছে, "তোমরা আমাদের রাজাকার বল তাই আমরা তোমাদের নাস্তিক বলি "

:/

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১১

হরিসূধন বলেছেন: আম্বালীগের নাটিপুতিরা আগুন দিয়া জামাতীদের দোষ দেয়! ভাদাকারেরা কখনো মানুষ হবে না।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৭

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: সব দোষ আল্লার। আল্লা এত অক্ষম বলেইতো এত জুলুম-অত্যাচার ঘটে।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৭

এম এ কাশেম বলেছেন: গোবেলসকেও যে তোমরা হার মানাও,
সত্যের আড়ালে এমনই মিথ্যা প্রচার করো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.