নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

অবশেষে চুড়ান্ত ভাবে চরম পরাজয়ের লজ্জা নিয়ে পিছু হঠতে বাধ্য হল বি,এন,পি জামাত।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৭

কিছু পরাজয় গৌরবের হয়, আবার কিছু পরাজয় হয় মারাত্বক চরম লজ্জা আর ঘৃণার, আবার অনেক সময় পরাজয় চরম ব্যার্থতার ফল প্রকাশ করে। বি,এন,পি জামাতের চলমান আন্দোলনের পরাজয় একটি দলীয় রাজনৈতিক দুর্বলতা আর চরম ব্যার্থতার ফল। হয়তো যারা বি,এন,পি জামাত আছেন তারা এই পরাজয়কে স্বীকার করবে না, তবে এই পরাজয় অস্বীকার করা ছাড়া বি,এন,পি জামাতে আর কিছু্ই করার নেই।



আসুন বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেখা যাক বি,এন,পির পরজয় হয়েছে কিনা আর এই পরাজয় কতটুকু লজ্জা আর ব্যার্থতার।



বি,এন,পি সিদ্ভান্ত নিয়েছে আগামী ১৩ ই জানুয়ারী সোমবার হতে লাগাতার অবরোধ আর হরতাল দিবেনা, বিকল্প আন্দোলনের কৌশলের কথা চিন্তা ভাবনা করছেন।



এতেই প্রমাণিত হয় আপাতত বি,এন,পি প্রাথমিক ভাবে পরাজয় নেমে নিয়েছেন।

তাছাড়া গত ২৪ শে নম্বের ২০১৩ সাল হতে গত ৯ম সংসদের নির্বাচিত সরকারকে অবৈধ বলে দেশে একটি মিথ্যা ভুয়া উষ্কানি ছাড়াতে চেষ্টা করেছিল বি,এন, পি , পরে আবার ২৪ শে নম্বের হতে সরে গিয়ে কখনো ২৬ আবার কখনো ২৮ শে নভেম্বর হতে গত ৯ম সংসদের সরকার অবৈধ বলে ব্যার্থ প্রচারণা চালাতে চেষ্টা করেছিল । ২৯ ডিসেম্বর সুফার ফ্লপ হয়ে যায় বি,এন,পির ডেড লাইন কর্মসুচি। সর্বশেষে জামাত শিবিরের সুইসাইড স্কোয়াড সদস্যদের প্রাণের বিনিময়ে গত ৫ ই জানুয়ারী নির্বাচন কিছুটা প্রশ্ন বিদ্ধ করতে সক্ষম হয়। যদিও তা কতটুকু নৈতিক আর আইনী বা ন্যায় সঙ্গত হয়েছে তার প্রশ্ন থেকে যায়।





বি,এন,পি গত ৫ ই জানুয়ারী নির্বাচন বয়কট করে দারণ এক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ কথায় আছে ----------

র্তক বির্তক , প্রতিযোগিতা, লড়াইয়ে জড়িয়ে পরাজয় বরণ করার চেয়ে , তর্ক বির্তকে প্রতিযোগিতায় আর লড়াই হতে নিজেকে বিরত রাখাই শ্রেয়।





বি,এন,পি তাই করলো, কারণ যেই ভাবে নির্বাচন হোক বি,এন,পির পরাজয়েল সম্ভবনা ছিল বেশী। তার সবচেয়ে বড় কারণ ছিল --- গত ২০০৮ নির্বাচনে বি,এন,পি জামাত জোটের প্রাপ্ত ভোট ছিল ৩৩ % মত , অরদিকে আওয়ামীলীগ জোটের প্রাপ্ত ভোট ছিল প্রায় ৫৪%। এত বড় বিশাল পবর্ত সমান ব্যাবধান টপকানো বি,এন,পির জন্য ছিল মারাত্বক র্দুদান্ত একটি কঠিন কাজ। সুতরাং বি,এন,পি এতবড় ঝুকি এড়াতে কৌশলে নির্বাচন হতে নিজেকে দুরে রাখার চেষ্টা করেছেন।



কেন এই পরাজয় বি,এন,পির জন্য লজ্জাজনক।

একটি স্বাধীন দেশে আইন, সংবিধান, সংসদ, সরকার থাকতেই হবে। কিন্তু বি,এন,পি তার পরাজয়ের গ্লানী হতে নিজেকে বাচাঁতে কৌশলে দেশের সংবিধান, আইন, সংসদ, সবকিছুকে এড়িয়ে গিযে উল্টো দেশ যেন সরকার বিহীন হয়ে পড়ে , দেশে যেন সাংবিধান সংকট সৃষ্টি হয় , শাসন আর সরকার ব্যাবস্থ যেন ভেঙ্গে পড়ে সেই পথ অবলম্বন করার চেষ্টা করেছে।

বি,এন,পির জন্য এই পরাজয় লজ্জার কারণ তারা নিজেরাই লাড়াই করেনি, অন্যদিকে অন্যকেও লড়াই করতে দেয়নি, বি,এন,পি নিজেই মরেছে সাথে সাথে অন্যদেরও মেরেছে, বি,এন,পি নিজেই র্দুভল হয়ে গেছে সাথে পুরো বাংলাদেশ আর দেশের ১৬ কোটি মানুষকে দুর্বল করার চেষ্টা করেছে।



আশাকরি বি,এন,পি এবার তাদের ভুল বুঝতে পারবে, নিজেরাই দলীয় ভাবে শক্ত হবার চেষ্টা করবে, আর নৈতিক শান্তি পূর্ণ আন্দোলনের পথে হাটবে, রাজনীতিকে রাজনৈতিক কৌশল দিয়ে মোকাবেলা করতে হয়, জ্বালাও পোড়াও, হত্যা, বোমাবাজি, গাড়ী ভাংচুর করে রাজনৈতিক আধিকার আদায় করা যায় না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৭

হাতীর ডিম বলেছেন: রেস্ট ইন হেল বিএনপি জামাত।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২১

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: Gaja mne hoy aktu besi khaicen ajke. .

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৩

মহিদুল বেস্ট বলেছেন: ভাই! ঠিক আছেন তো? বেশি খাইলে ঘুমাইয়া লন... আজগুবি যুক্তি

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬

বাংলার আকাশ বলেছেন: চুথিয়া

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

এম আর ইকবাল বলেছেন:

আমাদের রাজনীতি হলো ও ব্যার্থ্, আমাকে ভোট দাও
আমি বা জাতির জন্য কি করেছি ?
জনগণকে কেউ কি সাথে নিতে পেরেছে ?

বিশ্ব রাজনীতি দেখুন
যারা জনগণকে সাথে নিতে পেড়েছে,
জনগণ যাদের ভালবেসেছে
তারাও আন্দোলন করেছে,
জ্বালাও পোড়াও, হত্যা, বোমাবাজি, গাড়ী ভাংচুর করে
সাধারণ মানুষের জীবণকে নিরাপত্তাহীন করে তুলেনি ।

জনগণকে সাথে নিতে না পারলে
সন্ত্রাসীদের সাথে নিতে হবে ।
সেটা আন্দোলন বা ভোট যেটাই হোক ।



৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

নিজাম বলেছেন: ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যবেতে!

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

বেবি বলেছেন: লাতি; Any body wants to give you a Lathi(লাথি) after reading your story.

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

রুপালী সিংহ বলেছেন: গাঞ্জার দর কত ভাই?
বিএনপি যে ধ্বংসাত্মক আন্দোলন বন্ধ করেছে তার জন্য তাদের ধন্যবাদ।
কিন্তু আওয়ামীলীগ কি করেছে ভাই? কিছুই না।
আওয়ামীলীগ পূর্বে বিএনপির করা "ভুল" থেকে শিক্ষা নিয়েছে।
এইজন্যই দেশের মানুষের জীবনের চেয়ে সংবিধান বড়, এই নীতিতে দেশ শ্মশান হয়ে গেলেও ক্ষমতা ছাড়ে নাই।
আর জনপ্রিয়তা?
আওয়ামীলীগ আর বিএনপির একসাথে অংশ নেয়া মেয়র নির্বাচনের দিকে তাকান। আওয়ামীলীগ ফতুর হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.