নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

তেতুল পীরের মুরীদকে চিনতে পারেন কি না চেষ্টা করুন।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৫



মেয়েরা ঘরের বাইরে যেতে পারবেনা, কিন্তু তেতুল হুজুরের বান্ধবীর ছেলে ইংলিশ অর্ধনগ্ন পোষক পড়া যুবতী নারীদের কাছে যেতে পারবে। এর আগেও দেখেছি তেতুল হুজুরের বান্ধবী সৌদিআরবে গিয়ে পরপুরুষের চেয়ার ধাক্কা খেতে, তাতে দোষের কিছু হয়না করণ ইসলাম তাদের নিজস্ব সম্পত্তি, তায় তাদের জন্য সব জায়েজ, সেই তেতুল হুজুরের ৫ ই মে ২০১৩ সমাবেশে এক অসহায় নারী সংবাদিক হিংস্র তেতুর হায়েনা কর্তৃক হামলার শিকার হয়, সত্তি অবাক হয়েছিলাম বি,এন,পি নেত্রী একজন নারী হয়েও সেই আহত নারী সাংবাদিকে প্রতি বিন্দু মাত্র সহানুভুতি দেখায় নি, বরং উল্টো তুতুল হুজুরকে অকপটে সমর্তন দিয়েছিলেন। এর পর আসলো তেতুল হুজুরের নারী বিষয়ক তেতুল তত্ত্ব, নারী দেখলে তাদের মুখে নাকি লালা ঝরে, আবার মেয়েদের ঘরের বাইরে যেতে দেওয়া হবে না, মেয়েদের বেশী পড়া লেখা করা যাবে না, র্গামেন্টসে কাজ করতে গিয়ে নাকি মেয়েরা জেনা করে। --- আরো অবাক হবার বিষয় ছিল বি,এন,পি মহিলা সংসদ সদস্য আশিফা আশরাপী পাপিয়া একজন নারী হয়েও তেতুল হুজুরের বক্তব্যকে সরাসরি সমর্তন দিয়ে ছিলেন এবং তেতুল হুজুরের করা নারী বিষক কটুউক্তিকে গৃণা না করে তিনি উল্টো তা মিথ্যা প্রমাণের জন্য চেষ্টা করেছিলেন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৮

দালাল০০৭০০৭ বলেছেন:

২| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৫

এন ইউ এমিল বলেছেন: B-))

৩| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫

পরের তরে বলেছেন: ভাই কোথাকার পানি কোথায় মিলালেন ? কোন মদখোর তেতুল হুজুরকে সমর্থন করলে বা কোন ভাল লোক তেতুল হুজুরকে সমর্থন করলে তেতুল হুজুজের কি আসে যায়?? এইটা যে সমর্থন করল তার ভুল হতে পারে, আর যে সমর্থন করল সেই ব্যক্তি কোথায় কি করল, কোথায় ড্যান্স মারল তাতে তেতুল হুজুরকে জড়িয়ে লেখা আপনার অল্প জ্ঞানের বহিপ্রকাশ ঘটায়। আশা করি আপনার কম জ্ঞান হলেও কথাটা আপনি বুঝতে পেরেছেন।

৪| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৭

সাঈফ শেরিফ বলেছেন: সরাসরি বললেই হয়, সমস্যাটা হল মধ্যযুগীয় ধর্ম ইসলামকে নিয়ে, এমন ধর্ম যেটা নারীদের উপর বোরকা আর এটা সেটা পুরুষতান্ত্রিক নিয়ম চাপিয়ে দিয়েছে। তেতুল ফেতুলের কথা বলে আপনারা এই মূল কথাটা আড়াল করার ভন্ডামিটা করেন কেন?

৫| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১২

ল্যাপটপ কম্পিউটার বলেছেন: শুধু সম্পর্কটা দেখলাম- তেতুল হুজুরের বান্ধবীর ছেলে.........

৬| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৮

জগ বলেছেন: এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন ।

লাতির পোলা, মডুরা না বাঁচাইলে দেখতাম ক্যামনে ব্লগিং করস।

৭| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৪

ত্রিভুজ বলেছেন: এটাই তো, তাই না?

১১ ই মার্চ, ২০১৪ রাত ২:০৭

লাতি বলেছেন: @ এডিট আপনি করেছেন, মানুষ আপনাদের মত এতো বোকা নয়, চেষ্ট করুন তারেক জিয়া কে বাচাঁতে পারেনা কিনা।

৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৫

বাংলার ঈগল বলেছেন: খুব মজা পাইছি =p~ =p~ =p~

বিস্তারিত দেখতে নিচে ক্লিক করুন:

নেপথ্য কাহিনী...

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯

লাতি বলেছেন: আপনি যে লিঙ্ক দিয়েছেন , তাতে লেখা আছে বস্তব ছবিটা তুরুষ্কের একটি নাইট ক্লাবের,

এখন আমার প্রশ্ন হলো, ঐ বাস্তব ছবিটা আসলে যে তুরুষ্কের নাইট ক্লাবের ছবি তার সতত্য কোথায়, কোথা হতে সেই বা্স্তব হুবুহু ছবিটা পেলেন।

বদল, এডিট তোরাই করেসিস, চেষ্টা করে যা চোররহমানকে বাচাঁতে পারিস কিনা।

৯| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৩:০৯

বাংলার ঈগল বলেছেন: এই লিংক দেখার পর ব্লগার লাতিকে আবার কেউ তসলিমা নাসরিনের মুরিদ বানায়েন না কিন্তু :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.