নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। এটাই চিরন্তন সত্য, প্রমাণ আর যুক্তি সহ দেখুন।

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২

ফেস বুকে তারেক রহমানের একটি ভিডিও ক্লিপ দেখলাম। আশা করি হয়তো আপনারাও সাবই ঐ ভিডিও ক্লিপটা দেখেছেন। তাতে তিনি ( তারেক রহমান) তারা বাবা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে উল্লেখ করেন।

আসলে তারেক রহমান সত্য কথাটি বলেছেন, তবে তিনি একটি শব্দ কম উল্লেখ করেছেন ------ তারেক রহমানের উচ্চারিত পূর্ণ বাক্যটি ছিল আসলে এই রকম---

( জিয়াউর রহমান ছিল বাংলাদেশের প্রথম অবৈধ প্রেসিডেন্ট)

তারেক রহমান ভুলে অবৈধ শব্দটি উল্লেখ করেন নি।



প্রথমে তারেক রহমানের উক্তিটি শুনে হতম্ব হয়ে পড়েছিলাম , পরে চিন্তা করলাম ---- কথায় আছে ( পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়) কোন পাগল কোথায় কি বলবে, সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যাথা কেন? --------





তাছাড়া এই রকম আওলা ঝাওলা ভুয়া রাজনৈতিক বক্তব্য ও ভুয়া রাজনৈতিক ষ্ট্যন্ডবাজী বি,এন,পির নতুন নয়। যেমন-----



জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।

১৫ ই আগষ্ট খালেদা জিয়ার ভুয়া জন্ম দিন।



বি,এন,পি যেমন সফল হয়েছে জিয়া ভুয়া স্বাধীনতার ঘোষক বানাতে এবং ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিনটাকে খালেদা জিয়ার ভুয়া জন্ম দিন বানাতে । এটাও সফল হবে অবৈধ ভাবে ক্ষমতা হরণকারী জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বানাতে।



সফল হোক বি,এন,পির ভুয়া ১ম রাষ্ট্রপতি মিশন প্রচরণা।









মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৪

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনার মাথায় তো 'সামাজিক ঘিলু' বলতে কিছু নাই। সন্তান বাবাকে কখনো 'অবৈধ' বলতে পারে? কোকো হলেও না হয় একটা কথা ছিল!

২| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯

আজাইরা বলেছেন: রয়েল বেঙ্গল টাইগার ,তুমি তো অবৈধ ছবি দিলা ।

৩| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২০

মুদ্‌দাকির বলেছেন: "জিয়া বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট" ব্যাপারটা হাস্যকর এবং অত্যন্ত মোটা মাথা থেকে বের হওয়া উক্তি !!!!! যারা এই রূপ মনে করেন তাদের চিকিৎসা দরকার !!!

৪| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: আজাইরা বলেছেন: রয়েল বেঙ্গল টাইগার ,তুমি তো অবৈধ ছবি দিলা ।

৫| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫

আমি নি (?) বলেছেন: ঘোষক-এ আর পোশায় না
------------------------------
ডিমের মজা কুসুমে, তার খোসায় না।
ঘোষক-এ আর পোশায় নারে, পোশায় না।
এখন থিকা নতুন জিনিস জানায় দে
বাংলাদেশের ফার্স্ট প্রেসিডেন্ট বানায় দে।
নতুন পয়েন্ট আব্বাজানের সিভি-তে
প্রচার পাবে ফেসবুকে আর টিভিতে।
ভাবতে হবে ঈগল এবার টিয়াকে
নতুন রূপে আবির্ভূত জিয়াকে...

ডিমের মজা কুসুমে, তার খোসায় না।
ঘোষক-এ আর পোশায় নারে, পোশায় না...

- লুৎফর রহমান রিটন

৬| ২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

আজাইরা বলেছেন: জিয়া যদি প্রথম প্রেসিডেন্ট হয় তাইলে শেখ মুজিব প্রথম মুক্তিযোদ্ধা

৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৮:২২

আজনবী বলেছেন: জিয়াউর রহমান ছিল বাংলাদেশের প্রথম অবৈধ প্রেসিডেন্ট - সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.