![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রথম সর্বোচ্চ বড় রকমের কোন টুর্নামেন্ট একক ভাবে আয়োজন করলো বাংলাদেশ। ক্রিকেটের এই টি২০ ওর্য়াল্ডকাপে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের ১৬ টি দেশের পুরুষ ও ১০ টি দেশের মহিলা দল। এই বারের টি২০ ক্রিকেট আসরটি ছিল বিশ্বের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশী দলের অংশগ্রহণ। বাংলাদেশ ক্রিকেট দল এই বারের ঘরের মাটে ভাল করতে না পারলেও অনেক গুলো বিষয়ে বাংলাদেশ সফল হয়েছে এই বারের ক্রিকেট টুর্নামেন্টে।
এই বারের ২০টি ওর্য়াল্ডকাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তিটি ছিল ১০০% সফল ভাবে এতবড় এটি আই,সি,সি টুর্নামেন্টর সফল সম্পন্ন করা। কোন অনিয়ম, বিশৃঙ্কলা, অঘটন, নিরাপত্তা, র্দুঘটনা হয়নি র্টুনামেন্টকে কেন্দ্র করে।
আই,সি,সি র্টুনামেন্ট শুরু হবার আগে যথেষ্ট সন্দেহ ছিল বাংলাদেশে শ্রীলংকা বাংলাদেশ টুনামেন্ট, এশিয়া কাপ, টি২০ ওর্য়াল্ডকাপ বাংলাদেশে হবে কিনা। বিশেষ করে গত ৫ জানুয়ারী নির্বাচনত্তোর জামাত শিবির বি,এন,পি মারাত্বক হিংস্রতা, আক্রমণ, জ্বালাও পোড়াও কারণে সম্পূর্ণ অনিশ্চতা দেখা দিয়েছিল বাংলাদেশ এশিয়াকাপ র্টুনামেন্ট ও আই, সি,সি র্টুনামেন্ট আয়োজন করতে পারবে কিনা। গত ৫ ই জানুয়ারী নির্বাচনের আগে চট্টগ্রামের একটি হোটেলে ওয়েষ্ট ইন্ডীজ অর্নুদ্ধ ১৯ দলের উপর জামত শিবিরের ও বি,এন,পি চালানো বোমা হামলার পর মোটা মুটি মারাত্বক ভাবে হুমকির মুখে পড়ে বাংলাদেশের ক্রিকেট।
জামাত শিবির ও বি,এন,পির হিংস্রাত্বক আন্দোলন সাথে যোগ হয় ভারত ও পাকিস্তানের ষড়যন্ত্র। জামাত শিবির ও বি,এন,পি আক্রমণের কারণে দেশ অশান্তির সৃষ্টির সুযোগে টি২০ ওর্য়াল্ডকাপ আর এশিয়াকাপ লুপে নিতে চেয়েছিল ভারত, আর পাকিস্তানের বন্ধু কাদের মোল্লার ফাঁসীর পর পাকিস্তানও নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে র্টুনামেন্ট খেলতে আসবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন। ফলে বাংলাদেশে আর কোন বড় ক্রিকেট টুনামেন্ট হবে কিনা তা নিয়ে মারাত্বক অশ্চিয়তা দেখা দেয়, হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেটের আকাশে নেমে আসে কালো মেঘ।
মহান আল্লাহর রহমতে সব অনিশ্চয়তা ভয়, জামাত শিবিরের ও বি,এন,পি মারাত্বক নাশকতা সব ভয় বাধাঁ বিপত্তিকে টপকিয়ে বাংলাদেশ ১০০% সফল ভাবে আযোজন করতে পেরেছে টি২০ ওর্য়াল্ড কাপ, আর এর একক সফলাতা আর ধন্যবাদ পাবার যোগ্য এমাত্র বর্তমান আওয়ামীলীগ সরকারের। এতে আরো স্পষ্ট প্রমাণিত হয় বাংলাদেশে টিক মত চলতেছে, যদি বি,এন,পি জামাত দেশে ইচ্ছকৃত ভাবে কোন নাশকতা আর বিশৃঙ্কলতা না করে ইনশআল্লাহ বাংলাদেশ দ্রুত আরো উন্নতির সর্বোচ্চ পর্যাযে পৌছাব।
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৩
লাতি বলেছেন: ধন্যবাদ, অবিনন্দও শ্রীলংকা, আভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বর্তমান সরকার ও ক্রিকেট বোর্ডকে।
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৬
কলাবাগান১ বলেছেন: অভিনন্দন শ্রীলংকা। অভিনন্দন বাংলাদেশ।
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আসলেই বাংলাদেশ দারুণ একটা সফলতা দেখিয়েছে। যদি বাংলাদেশ দল ভালো করতো, তবে সোনায় সোহাগা হত।
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৪
লাতি বলেছেন: ধন্যবাদ, অবিনন্দও শ্রীলংকা, আভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বর্তমান সরকার ও ক্রিকেট বোর্ডকে।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
রাজীব বলেছেন: এটি আমাদের পাবলিকের সাফল্য, কারন সবগুলো দল জানে যে খেলার সময় ঝামেলা করলে তারো পাবলিক সমর্থন হারাবে তাই এসময়ে কেউ কোন ঝামেলা করেনি।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: অভিনন্দন শ্রীলংকা। অভিনন্দন বাংলাদেশ।
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আসলেই বাংলাদেশ দারুণ একটা সফলতা দেখিয়েছে। যদি বাংলাদেশ দল ভালো করতো, তবে সোনায় সোহাগা হত।