নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

বিষ দলীয় জোট এখন বিষাক্ত জোটে পরিণত হয়েছে।

৩০ শে মে, ২০১৪ দুপুর ১:৫১

বিষ দলীয় জোট, এই বিষ দলের সবগুলো নাম আমিতো দুরের কথা বি,এন,পি প্রথম সারির কোন নেতা বা কোন সমর্তক কর্মীয়ও বলতে পারে কিনা সন্দেহ আছে। যাই হোক সেটা বিষ বা চল্লিশ দল যেটাই হোক সেটা তাদের নিজস্ব ব্যাপারে।



এখন মুল কথা হলো।

বি,এন, পি বিষ দল নামের নামসর্বস্ব সংখ্যা দিয়ে দেশে বাসীকে বোকা বানাতে চেয়েছিল , তার প্রমাণ করতে চেয়েছিল তাদের দলটি বা জোটটি অনেক বড়,



ওরে বাবা কি বিশাল ব্যাপার বিষ দলীয় জোট তাদের অনেক সমর্তক, অনেক বড় দল। অনেক বড় জোট।



কিন্তু মজার বিষয় ঐ বিষ দলীয় জোটের সবগুলো দলের বি,এন,পি বা জামাত শিবিরের কোন কর্মী সমর্তক তো দুরের কথা প্রথম সারীর উচ্চ পদস্থ কোন নেতাও সঠিক ভাবে বলতে পারবে না।



শুধু তায় নয় সবগুলো দলের প্রধান নেতার নাম কি, তাদের প্রধান কার্যলগুলোর ঠিকানা কোথায় তার কোন নিদিষ্ট হদিস নেই, ঐ বিষ দলীয় জোটের এমন কয়েক জন প্রধানর নাম শুনা তো দুরের কথা জীবনে তদের চোখেও দেখেনি কেউ।



অনেক খুজাখুজির পর আবিষ্কার করলাম ঐ বিষ দরের বেশীর ভাগে দরের নিবন্ধন পর্যন্ত নেই, এমন কি ঐ বিষ দলীয় জোটরে অনেক নেতার জীবণে কোন দিন ইউনিয়ন পরিষদের মেম্বার পদমর্যদায় নির্বাচন করার মত অভিজ্ঞতাও নেই।



সাম্প্রতি শুনা যাচ্ছে ঐ বিষ দল হতে কিছু কিছু পূর্ণ দল ও বেশ কয়েটি আংশিক ভেঙ্গে মুল বিষ দল হতে বের হয়ে এসেছে ইতিমধ্যে।



বি,এন,পি জামাতের নেতা, কর্মী ও সমর্তদের কাছে এখন প্রশ্ন বিষ দল এখন আসলে কয় দলে আছে?



আমার মনে হয় , আর সঠিক উত্তর হবে,



এখন আর বিষ দলীয় জোট নয় , এখন এর সঠিক নাম হবে বিষাক্ত দলীয় জোট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.