নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

হাসিনা গডফাদারের মা, এই নির্মম মারাত্বক অশ্নীন শিষ্টচার বর্জিত রাজনৈতিক বক্তব্য জাতির জন্য মারাত্বক হুমকি।

১৬ ই জুন, ২০১৪ সকাল ৭:০৯

গত কাল বি,এন,পি নেত্রী খালেদা জিয়া বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে গডফাদারের মা বলে আখ্যায়িত করেন।



কথাটি শুনে মনে মারাত্বক আঘাত পেলাম, কোথায় যাচ্ছে আমাদের দেশের রাজনৈতিক ভদ্রতা, আর কত নীচে নামতে চায় আমাদের রাজনৈতিক শীর্ষ নেত্রীরা। সত্তি আমার খুবই র্দুভাগ্য আর অভাগা জাতি, আমাদের দেশের রাজনৈতিক নেত্রীরা আমাদের কিছুই দিতে না পারলেও, অন্তত বিনা পয়সায় কিছু ভাল সুন্দর ও মার্জিত বক্তব্য কি দিতে পারে না?



খালেদা জিয়ার এইরকম কটুক্তিময় উত্তেজক বক্তব্য কোন অবস্থায় সমর্তন করা যাবে না। এই রকম উত্তেজক ও উষ্কানী মুলক আমাদের সুস্থ ও সুন্দর রাজনৈতিক চর্চার জন্য মারাত্বক হুমকি স্বরুপ। খালেদা জিয়ার এই বক্তব্য ও মন্তব্য শুধু রাজনৈতিক উত্তেজক ও উদ্রেক নয় এটি একটি মারাত্বক অশ্নীণ। যা আমাদের নতুন প্রজন্ম ও শিক্ষিত সমাজের মাঝে মারাত্বক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে।





এই সেই খালেদা জিয়া যিনি সরাসরি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ করে বলেছিল। গোপালী।



গত কাল প্রধানন মন্ত্রীকে লক্ষ করে বললেন ( হাসিনা গডফাদারের মা)



এই সমস্ত অশ্নীণ কটুউক্তি অবশ্যই খালেদার মুখে নতুন নয়। তিনি এই রকম মারাত্বক কটুউক্তি করে অশ্নীষ ভাষায় আরো অনেক বক্তব্য ও মন্তব্য করেছেন।



যেমন।--------

১৯৯৬ - ২০০১ মেয়াদের সংসদে , খালাদে জিয়া সরিসারি পবিত্র সংসদে দাড়িয়ে আওয়ামীলীগ এক সংসদ সদস্যকে বেয়াদব বলেছিন।



আমাদের রাজনৈতিক নেত্রীদের এই রকম ব্যাক্তিগত আক্রমণ করার মানে কি? এই গুলো কখন বন্ধ হবে। কখন শিখবো আমরা ভদ্রতা।







মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৭:৩৪

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

সুই কয় চালুনিরে তোর পাছায় ফুটা

১৬ ই জুন, ২০১৪ সকাল ৭:৩৯

লাতি বলেছেন: বিস্তারিত ব্যাখ্যা ও যুক্তি দিয়ে বলুন কি বলতে চান।

২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০২

হরিণা-১৯৭১ বলেছেন: এগুলো বন্ধ হবে জিয়া অরপেনেজের বিচার শেষ হলে।

তবে, কথাটা সত্য বলেছে, ২ জনই বনাগলাদেশের গডফাদারদের মা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.