![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাপিয়া, পুরো নাম আশিফা আশরাফী পাপিয়া, বি,এন,পির প্রথম সারির একজন মহিলা নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের বি,এন,পির একজন সাবেক সংসদ সদস্য।
শুরুতেই বলতে হয়, নারী জাতির প্রতি আমার একরকম বিশেষ দুর্বলতা ও শ্রদ্ধ ও সম্মান আছে, কারণ নারী হল প্রেম ভালবাসা, মায়া মমতার প্রতীক,
নারীর প্রতি আমার এই শ্রদ্ধার কারণে কখনো বি,এন,পির নেত্রী পাপিয়ার বিরুদ্ধে অশ্লীণ ও কটুকক্তব্য দিই নায়,
আজ জাতির জন্য মারাত্বক দুঃখ, বি,এন,পি পাপিয়ার যোগ্যতার তুলনায় তাকে অনেক অনেক উপরে ও মর্যাদাপুর্ণ আসনে বসিয়েছে,
পাপিয়া কোন স্তরের নারী তার নতুন করে বলার প্রয়োজন নেই, তাতার কথাবার্ত, বডি লেংগুয়েজ, আচার আচারণ, বক্তব্য কতটুকু অশ্নীণ আর দৃষ্টিকটু আপত্তি জনক তা আপনার নিজেরাই ভাল ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলে ভাল করে বুঝতে পারবেন।
সাম্প্রতিক তিনি জামাত শিবিরের বিরুদ্ধে মারাত্বক অশ্নীণ আর কটুউক্তি করে বক্তব্য দিয়েছেন, যা ছিল মারাত্বক ভাবে আপক্তিজনক আর নোংরা, আপনার হয়তো সেই ভিডিও লিঙ্কটি ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে দেখেছেন, তার আগেও তিনি বি,এন,পির নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটুউক্তি করে বক্তব্য দিয়েছিলেন।
এখানে উল্লেখ্য আমি যদিও ব্যাক্তগত ভাবে কখনো জামাত শিবিরকে পচন্দ করিনা, তার একটি কারণ একই জামাত শিবির শীর্ষ নেতারা ছিলা রাজাকার আর র্ধমব্যাবসায়ী, উগ্রমৌলবাদ আর জঙ্গীবাদ,
পাপিয়া যখন পবিত্র সংসদের দাড়ীয়ে আওয়ামীলীগকে মারাত্বক অশ্নীণ ভাষায় গালি দিত তখন জামাত শিবির ও বি,এন,পির সাবই খুশিতে হাত তালি দিত।
তখণ যদি বি,এন,পি পাপিয়ার অশ্নীণ গালির বিরুদ্ধে প্রতিবাদ করতো বা একই রকম অশ্নীণ মানষিক নারীকে তার দল হতে বহিষ্কার করতো আজ হয়তো সে তারেক রহমান ও জামাত শিবির বিরুদ্ধে একই রকম অশ্নীণ বক্তব্য দেবার সহস পেত না।
তায় সাবর উচিত খারপকে খারপ বলা, যদি খারাপকে আমার খারাপ না বলি,এবং খারপকে প্রশ্রয় দিয়, পাপিয়ার মত নারীদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে গালাগালি করত লেলিয়ে দিয়, হয়তো একদিন সেই আমাকে নিজেও গালি দিবে, তার প্রমাণ এই পাপিয়া।
আজ পাপিয়া জামাতে শিবিরকে গালি দিল, তায় আমি খুশি হতে চায় না, এই পাপিয়ার অশ্নীণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, কারণ এই পাপিয়ার মত নারীরা হল বিষধর সাপ, যে কোন মুর্হুতে আমাকেও চোবল মারতে পারে, চোবল মারতে পারে আমাদের পুরো জাতিকে।
জামাত শিবির কে অনুরোধ, আসুন সুস্থ ও সুন্দর রাজনীতি করি, র্ধমঅন্ধতা উগ্র মৌলবাদের অন্ধকার কোলষ হতে বের হতে আসুন, আওয়ামীলীগে যোগ দেবার দরকার নেই।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
জুবায়ের আহমেদ গাছবাড়ী থেকে বলেছেন: অল্প জলের মাছত ! তাই......
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
জহিরুলহকবাপি বলেছেন: হে হে হে হে হা হা হা হা হা