নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

বি,এন,পি নিজেদের পাপ নিজেরাই তুলে ধরলো, দেখুন হাতে নাতে জ্বলন্ত প্রমাণ সহ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:১৬

নিউ ইর্য়ক সময় সোমবার সকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা র্মাকিন যুক্তরাষ্ট্রে পৌছেন জাতীয় সঙ্গের একটি অধিবেশনে যোগ দিতে, প্রধান মন্ত্রী যখন জন এফ কেনেডি বিমানবন্দরের পৌছেন তখন বি,এন,পি জামাত মিলে সেখানে প্রধান মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে থাকেন, সে সময় তাদের হাতে ছিল ভিবিন্ন ব্যানার।

তার মাঝে একটি ব্যানারের ছবি সহ তুলে ধরলাম,



ছবিটা সংগ্র করা হয় ( বি,ডি নিউজ টুয়েন্টি ফোর ডককম অনলাই পত্রিকা হতে।) দেখুন সেই লিঙ্কটি -----

এইখানে ক্লিক করুন।

এবার নিচের ছবিটা ভাল করে লক্ষ করুন।



ছবিতে দেখা যাচ্ছে পুলিশ একজন দাড়ী ওয়ালা বয়ষ্ক মানুষকে ঘুষি মারতেছে।



এবার নিচের ছবিটার সাথে ঐ ব্যানারের ছবিটা ভাল করে মিলিয়ে দেখুন।





আপনার যে ছবিটা দেখতেছেন সেটি ছিল খালেদা জিয়ার আমালের ঘটনা। এই লিঙ্কটিতে ক্লিক করলে দেখতে পাবেন বিস্তারিত Click This Link

এটি ছিল ১৬ ই এপ্রিল ২০০৬ সালের ঘটনা, ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের সাগরিকা ক্রিকেট ষ্টেডিয়ামে তখন বাংলাদেশ অষ্ট্রেলিয়ার মধ্যে আন্তর্জাতিক টেষ্ট ম্যাচ চলতেছিল। দাড়ীওয়ালা লোকটি ছিল একজন সাংবাদিক, তার নাম ছিল জহিরুল হক, তাকে শুধু ঘুষি নয় অনেক কিল লাতি ঘুষি সহ রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয়েছিল।









হায় বি,এন,পি এবার নিজের পাপ নিজেরাই তুলে ধরলো বিশ্ববাসী সহ সারাদেশের জনগনকে।

অন্যজনের অন্যায় ভাবে গর্ত খনন করতে গিযে সেই গর্তে নিজেরাই পতিত হল। একেই বলে যারা অন্যায় করে তারা তাদেরর অন্যায় আর অপরাধ নিজেরাই এক সময় স্বাীকার করে।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:০২

আমায় ডেকো না বলেছেন: রাজনীতি মানেই ধোকাবাজি।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

এরশাদ বাদশা বলেছেন: bnp hoilo bolod party

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

তামিম ইবনে আমান বলেছেন: এটাতো আর অ্যামেরিকানরা জানে না /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.