![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কাল ব্রাহ্মণবাড়িয়া এক জনসভায় খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কেনা যায়’। এরশাদের কাছে ‘বিক্রি হয়ে’ তিনি একবার নির্বাচনে গিয়েছিলেন।
Click This Link
র্তক আর বির্তকের খাতিরে ধরে নিলাম খালেদা জিয়ার কথা সঠিক আর যুক্তি যুক্ত।
মেডাম যেই যুক্তিতে প্রধান মন্ত্রিকে কেনা যায় বলেছেন।
ঠিক একই যুক্তিতে বি,এন,পি নেত্রী খালেদা জিয়া আপনাকে প্রশ্ন করতে চায়।
হে মেডাম মনে আছে === সেই ২০০১ সালের কথা। প্রথমে ৪ দলীয় জোট যখন আপনারা বাধেঁন, সেই চার দলীয় জোটে কে কে ছিল।
১)এরশাদের নেতৃীত্বে জাতীয়পাটি। ( যদিও পরবর্তী এরশাদ জোট হতে বের হয়ে যায়)
২) রাজাকার বাহিনী জামাত শিবির।
৩) ইসলামী ঐক্যজোট।
৪) বি,এন,পি।
আপনি কি তাহলে সেই সময় আপনার স্বামীর খুণি এরশাদের কাছে বিক্রি হয়েছিলেন? এরশাদের কাছে যর্থাত মূল্য না পেয়ে এরশাদের বন্ধন হতে বের হয়ে গিয়েছিলেন?
আপনি কি তাহলে রাজাকার বাহিনী জামাত শিবির কাছে স্থায়ী ভাবে বিক্রিত হলেন?
হে মেডাম রাজনৈতিক শিষ্টাচার বর্হিভুত কোন বক্তব্য দিবেন না। মনে রাখবেন দেশের সবাই আপনার মত মুর্খ্ নয়। দেশ আধুনিক হয়ে গেছে শিক্ষা আর রাজনৈতিক সচেতনতার হার বৃদ্ধি পাচ্ছে।
আধুনিক হন, আধুনিক রাজনৈতিক পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে চেষ্টা করুন।
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০০
আল-শাহ্রিয়ার বলেছেন: এটা বাংলাদেশ এখানে টাকা আর প্রভাবের কাছে দেশপ্রেম গৌণ সুতরাং সবাই বিভিন্ন সময়েই বিক্রি হয়েছেন ভবিষ্যতেও হবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৯
অগ্নি সারথি বলেছেন: সেও জামাতের কাছে বিক্রি হয়ে আছে।