নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

হে বিষাক্ত রাজনীতি তুই, মৃত্যুর শেষ নিশ্বাসের আগে যন্ত্রাণার মোচড় দিলি।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

যে কোন প্রাণী মৃত্যুর আগ মুর্হুতে শেষ নিশ্বাসের আগে যন্ত্রাণায় একটি মারাত্বক মোচড়া খায়, আমি নিশ্চত বর্তমানে বি,এন,পি জামাতে মৃত্যুর আগের মুর্হুতে শেষ নিশ্বাস ত্যাগের সময় যন্ত্রাণার মোচড়াটা দিচ্চে।



পোষ্ট শুরু করার আগে বি,এন,পি জামাতের নেতা কর্মী, সমর্তদের বলতে চায় ,

বর্তমান আওয়ামীলীগ সরকার এটা কোন ১৯৯০ এর আগের শৈরচার এরশাদের জাতীয় পাটির সরকার নয়, বা ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারী নির্বাচনের বি,এন,পির সরকার নয়।



২০১৪ সালের ৫ ই জানুয়ারী নির্বাচনের কথা বাদ দিলাম, বর্তমান সরকার এমন একটি সরকার, যে সরকা গত ৬ বছর আগের নির্বাচনে, অর্থাৎ ২০০৮ নির্বাচনে প্রায় ৫৬% বেশী ভোট পাওয়া আর ২৬৪ টি আসন পাওয়া একটি দলের সরকার, যেখানে পক্ষন্তরে বি্এন,পি জামাতের ৪ দলীয় জোট পেয়েছিল ৩৬% কিছু বেশী।



সুতরাং ৬ বছরের ব্যাবধানে আওয়ামীলীগ রাজনৈতিক ভাবে ফকির হয়েগেছে এই কথা যারা ভাবে বা চিন্তা করে তাদের রাজনৈতিক জ্ঞান আছে আছে কিনা? বা থাকলেও তাদের রাজনৈতিক মেধা নিয়ে আমার সংশয় হয়।



নিরহ মানুষকে জিম্মা করে, চোরাগুপ্তা হামলা করে পোট্রোল বোমা দিয়ে জীবন্ত মানুষ পুরে, রাস্তা খুড়ে , প্রাণী হত্যা করে, রাস্তার গাছ উপড়ে ফেলে, গাড়ী ভাংচুর করে, এই সব সন্ত্রাসী করে একটি বৈধ আর বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক জোট বা দলের সরকারকে পতন করা সম্ভব নয়,



বি,এন,পি জামাতের চলমান বর্তমান আন্দোলনে রাজাকার গোষ্টী আর আর্ন্তাজাতিক মাফিয়া সন্ত্রাসী জামাত শিবিরের কিছু সুইসাইড স্কোয়াড সদস্যদের চোরা গুপ্তা হামালা ছাড়া আর কিছুই নেই।



খালেদা জিয়ার মাথায় জামাতের বুদ্ধি ভর করেছে, তিনি বা তার দল এখনো সঠিক ভাবে মুল্যায়ন করতে পারতেছেনা, আসলে তাদের সামর্থ শক্তি সমর্তন কতটুকু, প্রতিহিংসা আর পরাজয়ের অর্ন্তজ্বালায় খালেদা জিয়ার আর বি,এন,পি শীর্ষ নেতার বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, তারা পরাজয়ের প্রতিহিংসার গ্নানীকৃত মষতিষ্কন নিয়ে বিবেচনা করতে ব্যার্থ হচ্ছে আওয়ামীলীগের শক্তি আর সমর্তন জনপ্রিয়তা কতটুকু?





হে বি,এন,পি জামাত, এখন শুধু সময়ের অপেক্ষায় আছি, ভুলে যাবে না, অন্দকার কখনো চিরন্থায়ী হয়না, বি,এন,পি জামাতের প্রতিটি সন্ত্রাসী আর দেশবিরুধী কর্মকান্ডের জবাব কড়ায়গন্ডায় দিতে হবে।



বি,এন,পি জামাতের কাছে প্রশ্ন, ২০০৮ নির্বাচনে ৫৬% বেশী ভোট পাওয়া একটি দেশের সর্ববৃহত্তম জনপ্রিয় দলকে যদি ৬ বছরে ব্যাবধানে হারাতে পারে? ৩৬% ভোট পাওয়া রাজাকার র্দূনীতিবাজ দলকে হারাতে কত সময় লাগবে?



হে বি,এন,পি জামাত, ক্ষমতার যাবার কথা চিন্তা বাদ দেন, যদি দেশকে ভালবাসেন, সত্তি সত্তি রাজনৈতিক দল হয়ে থাকেন, আগের নিজের জনপ্রিয়তা, জনগনের সমর্তন আর দলীয় শক্তি বৃদ্ধি করুন, নির্বাচনে আসুন জয়ী হয়ে সরকার গঠন করুন।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

রাফা বলেছেন: অসুস্থ রাজনীতির অবতারনা করতে চাচ্ছে বিএনপি /জামাত।
নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে উঠে মোমবাতি-বিএনপি তার কবর রচনা করতেছে।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

লাতি বলেছেন: নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে উঠে মোমবাতি-বিএনপি তার কবর রচনা করতেছে।


আপনি ১০০% সঠিক বলেছেন,

বি,এন,পি জামাত হয়তো আওয়ামীলীগকে বেকায়দায় ফেলতে পারবে, কিন্তু সময়তো শেষ হয়ে যায় নি, তার পর কাথায় যাবে, ২০০১ সালেও তারা ক্ষমতায় গিয়েছিল, ধরে রাখতে পারছে, আকাশ হতে বাংলার মানুষ মাটির মেনে নিয়ে আসেছে, ২০০৮ সালে, সুতরাং শুধু সময়ের অপেক্ষায়।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

চলন বিল বলেছেন: রাজনীতির শেষ বলে কিছু নেই। বিএনপি জামায়াত না থাকলেও অনুরুপ দল থাকবে। মতাদর্শ ধ্বংস হয় না।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

লাতি বলেছেন: আপনি ঠিক বলেছেন, জামাতের নব্য সংষ্কাণ হেফাজতকে দেখলাম।
তবে এদের বিরুদ্ধে হল আমাদের সংগ্রাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.