![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরুতে সুইসাইড স্কোযাড কি আর সুইসাইড স্কোয়াড কি ভাবে কারা সৃষ্টি করে, তার চিছু উদাহরণ।
সুইসাইড মানে যে কোন প্রানী নিজে নিজে নিজের প্রাণকে আত্নহুতি দেয়, যা সহজ ভাষায় বলা হয় আত্মহত্য।
মানুষ তখনেই নিজে নিজে নিজের প্রাণকে আত্নহুতি বা আত্নহত্যকরে যখন মানুষের নিজ বুদ্ধি বা নিজের বিবেক ক্ষমতা হারিয়ে ফেলে, যখন মানষিক ভাবে দুনিয়াকে অন্ধকার দেখে , নিজেকে অসহায় ভাবে, মানুষ যখন মানষিক ভবে বিকারগ্রস্থ হয়। তখন মানুষ আত্নহত্যা করে।
ঠিক বি,এনি,এন পি আর জামাত শিবিরে রাজনৈতিক ভাবে পরাজয় হয়ে তারা মানষিক ভাবে বিকাগ্রস্থ হয়ে পড়েছে, সকিছু হারিয়ে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, এখন সবকিছু হারিয়ে বেচে নিয়েছে সুইসাইডের রাস্তা,
আমরা লক্ষ করলাম বর্তমান বি,এন,পির চলমান আন্দোলনে জামাত শিবিরের সুইসাইড স্কোয়াডের চোরাগুপ্তা হামলা ছাড়া আর কিছু নেই, জামাত শিবিরের সেই স্ত্রাসীদের চোগুপ্তা হামরা, পো্ট্রোল বোমা নিক্ষেপ, প্রাণী হত্য, গাড়িতে আগুন, জীবন্তমানুষ পুড়িয়ে মারা ছাড়া আর কিছু নেই,
নেই কোন গণমানুষের মিছিল, নেই কোন গণমানুষ আর সাধারণ মানুসের মানববন্ধন, নেই কোন ব্যাপক হারে গণমানুষের সমর্তন,
আছে শুধু পোট্রোল বোমা, গাড়ী ভাংচুর, গাড়ীতে আগুন দেওয়া, রেললাইন উপড়ে পেলা, রাস্তা কেটে দেওয়া।
এই গুলো কি গণতান্ত্রিক আন্দোলন?
২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে বি,এন,পি মারাত্বক করুণ ভাবে হেরে যাওয়ার পর অনেক বুদ্ধজীবি মন্তব্য করেছিল, বি,এন,পির জামাত দেশে মরাত্বক নাশকতা করবে, কারণ বি্এন,পি জামাতের সামনে রাজনৈতিক ভাকে আর কিছুই নেই, নেই কোন রাজনৈতিক ইস্যু, দলীয় ভাবে গয়েগেছে মারাত্বক দুর্বল, বি্এন,পি মারাত্বক ভাবে র্দুনীতিগ্রস্থ হয়ে পড়েছে, সুতরাং এতবড় মারাত্বক ধাক্কা সামলানোর মত বি্এন,পি সামনে সন্ত্রাসী পথ বেচে নেওয়া ছাড়া আর কোন বিকল্প নেই, বি,এন, পি জামাতের একটিই লক্ষ ছিল দেশে যেই করে হোক একটি বিশৃঙ্কলা সৃষ্টি করা।
যাই হোক , বি,এন,পি নেত্রী খালেদা জিয়ার সৌভাগ্য, সবকিছু হারালেও, হারায়নি বিশ্বস্ত জামাত শিবিরের সুইসাইড স্কোয়াড। বি্এন,পি নেত্রীর খালেদা জিয়ার সৌভাগ্য পেয়েছে বিশ্বস্ত সুইসাইড কুকুর জামাত শিবির।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১
আরণ্যক রাখাল বলেছেন: হুম| বিএনপি জামাত ছাড়া পঙ্গু
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
মিতক্ষরা বলেছেন: খালেদা জিয়া তো এমন কোন কেউকেটা নয় যে তাকে নিয়ে এত চিন্তা করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
ডিজ৪০৩ বলেছেন: তাদের এটা ছাড়া তো সম্বল নেই ।