নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

সৌদিয়াতে বাংলাদেশী কর্মী নিয়োগ বি,এন,পি জামাতের মনে অর্ন্তজ্বালা কেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বি,এন,পি জামাত যখন সরকার পতনের জন্য মরিয়া হয়ে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল ঠিক সেই মুর্হুতে সৌদিয়া আরবের সাথে বাংলাদেশ শ্রম মন্ত্রাণালয়ের চুড়ান্ত চুক্তি হলো বাংলাদেশী কর্মী নিযোগের ব্যাপারে।



সৌদিয়াতে বাংলাদেশী কর্মী নিযোগ এটা বি,এন,পি জামাতের সমর্তক, নেতা, কর্মীদের জন্য ছিল মারাত্বক একটি মানষিক পীড়াদায়ক শট, তারা যে কত মারাত্বক মনোযন্ত্রণায় ভুগতেছে তা গত কয়েক দিন যাবৎ বিভিন্ন ব্লগ, ফেসবুক ও বি,এন,পি জামাতের কর্তৃক পরিচালিত কিছু ভুয়া ও ফেইক ওয়েভ সাইটে তাদের মন্তব্য আর বক্তব্যের মাঝে ফুটে উঠেছে।



তাদের মন্তব্য আর বক্তব্যগুলো এতই কটু অকথ্য অশ্নীণ ছিল যে যা ভাষায় প্রকাশ করার মত নয়, আমাদের মা বোনদের প্রতি সম্মান আর শ্রদ্ধা জানিয়ে সেই নোংরা মানষিক ব্যাক্তিদের ঐ সব নোংরা অশ্নীণ বক্তব্য আর এখানে প্রকাশ করলাম না, সম্মানিত পাঠক আর ব্লগার বন্ধুগত হয়তো আপনার সবাই তা দেখেন আর পড়েছেন।



একটি ব্যাপার লক্ষ করে দেখলাম বি,এন,পি জামাত পন্থীরা চায়না আসলেই বাংলাদেশ এগিয়ে যাক, অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হোক, আপনার হয়তো সবাই জানেন খালেদা জিয়া নিজে খোদ অর্ন্তজাতিক মহলকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ হতে কর্মী না নিতে আর বাংলাদেশ হতে কোন পণ্য রপ্তানি আর বিনিয়োগ না করতে।



রাজনৈতিক পরাজয়ের প্রতিহিংসার আগুন যে কত মারাত্বক আর হিংসুক হয় তা দেখলাম।



আপনার সবাই জানেন বি,এন,পির মদদ পুষ্ট আর জামাত শিবিরের নব্য সংষ্করণ হেফাজত নেতা শফি র্গামেন্টস কর্মীদের নিয়ে কি বলেছিল।



অথচ আজ বাংলাদেশ উন্নতির সর্বোচ্চখাত র্গামেন্টস শিল্পের মুলপরিচালক শক্তি আমাদের গর্ব আমাদের মা বোনরা।



হ্যাঁ এই কথা সত্তিযে সৌদিয়া আরবে নারী গৃহকর্মীরা নানার রকম নির্যাতন আর নানা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু আমি মনে করি বাংলাদেশর সর্বোচ্চ কর্মী বিনিয়োগ দেশ সৌদিয়ার সাতে যদি গৃহ কর্মী এই চুক্তি না করতো পরবর্তী বাংলাদেশ হতে কর্মী নিযোগ প্রকিৃয়া আরো কঠিন হতে কঠিনতর হয়ে যেত, এমনিতে দীর্ঘ্য দিন যাবৎ সৌদিয়া আরব বাংলাদেশ হতে কর্মী নিযোগ বন্ধ করে রেখেছে।



আমি মনে করি বর্তমান এই চুক্তির ফলে সৌদিয়াতে বাংলাদেশী কর্মী নিয়োগ প্রকিৃয়া সহজ হবে, বর্তমান যে গৃহ কর্মী নিয়োগের ব্যাপারে চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে এটি হল র্দীঘ্য দিন কর্মী বন্ধ নিয়োগের প্রাথমিক দাপ, সৌদিয়া বাংলাদেশ হতে অরো কর্মী নিবে ব বলে আশ্বস্ত করেছে।



বি,এন,পি জামাতের কাছে প্রশ্ন বিদেশে বাংলাদেশী গৃহ কর্মী কি নতুন যাচ্ছে? ইতি মধ্যে সৌদিয়া, কুয়েত, আমিরাত সহ আরবীয় মধ্যপ্রাচ্যে বহু গৃহ কর্মী বর্তমানে কর্মরত আছে, কিন্তু বি,এন,পি জামাতের মনে হঠাৎ এই নোংরা মন্তব্য আর বক্তব্য কেন?





উত্তর সহজ, বি,এন,পি জামাত তারা নিজেরাই বলে বেড়াত, যুদ্ধ আপরাধীর বিচার হলে, রাজাকারের ফাঁসী দিলে আরববিশ্ব বাংলাদেশকে একঘরে করবে, বর্তমান সরকার নাস্তিকবাদী ইথ্যাদি।

কিন্তু হঠাৎ মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ সৌদিয়া বাংলাদেশী কর্মী নিয়োগের মাধ্যমে তাদের মুখে জুতো পরলো তায় তাদের মনে এত কষ্ট।















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.