![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্তি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিল প্রিয় নেত্রী অগ্নিকণ্য আপোষহীন নেত্রী খালেদা জিয়া। তার জীবণে প্রতিটি মুর্হুত যেন সৌভাগ্য আর সৌভাগ্য, ভগ্যবতী খালেদা জিয়ার জীবনে অনেক উপাধী লাভ করেছেন যেমন - আপোষহীন নেত্রী, দেশ নেত্রী ইথ্যাদি,
তার এত উপাধীর মাঝে আজ আমি নতুন করে উপাধী দিতে চায়, সেটি --
অগ্নি কন্য খালেদা জিয়া
আর কেন অগ্নিকণ্য খালেদা জিয়া উপধী দিলাম তার সংক্ষিপ্ত একটি আলোচনা করোযাক।
আলোচনার আগে অগ্নিকন্য আগ্নিতে দগ্ধ একটি ছবি সবার সামনে উপস্থাপন করতে চায়।
এই রকম ভীবষ্য ছবি ইন্টারনেটে সার্স করে শত শত পাওয়া যাবে।
সাম্রতিক খালেদা জিয়া তার রাজনৈতিক পরাজয়ের খেদ মেটাতে কত জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে মেরেছে, আর কত মানুষকে পুড়িয়ে আহত করেছে তার একটি হিসাব জনগণকে খাতায় লিখে রাখার জন্য অনুরোধ করিছি ,
হে দেশের জনগণ এখন নিশ্চয় সবাই বুঝতে পারবেন, খালেদা জিয়াকে কেন আগ্নিকণ্য উপাধী দেওয়া হল।
অগ্নকণ্যার অগ্নির্ফমূলা পেট্রোল বোমা।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
আসলেই আপোষহীন, কোকোর বেলায়ও অবরোধ তোলেনি; জেলে যাবে অবরোধ তুলবে না, হয়তো তোলার সুযোগও পাবে না।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
মিতক্ষরা বলেছেন: এই ধন্যবাদ শেখ হাসিনারই বেশী পাওনা। বাংলাদেশের অতীত ইতিহাস তো কারো অজানা নয়।
আর এই দুই নারীর কীর্তিকলাপের জন্য ধন্যবাদ পাওনা জনতারও। কারন সাধারনের সমর্থনের কারনেই এরা এখনও নেত্রী।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
জনতার রায় বলেছেন: আমার প্রশ্নঃ
১- ঘোষিত আন্দোলন কর্মসূচীর মধ্যে পেট্রোল বমা মারার কোন কর্মসূচী কি আছে?
২- বাংলালিক্স নামে একটি ওয়েবসাইট তো বিএনপি নেতাদের ফোনে দিবারাত রেকর্ডার বসিয়ে রাখে। তাদের একটিতেও কি পেট্রোল বোমা মারার নির্দেশ দেওয়া আছে?
৩- সারা দেশে পুলিশের চিরুনী অভিযানে হাজার হাজার নেতাকর্মী আটক হয়েছে, কিন্তু তাদের স্বীকারোক্তি অনুযায়ী কোন পেট্রোল বোমা কি উদ্ধার হয়েছে?
৪- বেশিরভাগ পেট্রোল বোমা মারা হয় পুলিশ-বিজিবি পাহারাধীন যানবাহনে। এর কারণ কি?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪
লাতি বলেছেন: দুর্বল যুক্তি, আপনি যে যু্ক্তি গুলো দিয়েছেন তাতের আরো প্রমাণিত হল, আসলেই জামাত শিবির আর বি,এন,পিই পোট্রোল বোমা মারে
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১
অর্ধবৃত্ত বলেছেন: হ ভাই ! বিমপি ফেরেসতা :৩ @জনতার রায়
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পেট্রল বোমা দিয়ে মানুষ পোড়ানোর জন্য আপোষহীন নেত্রীকে কেন একক ভাবে দায়ী করছেন?শান্তিপূর্ন আন্দোলনের বিরুদ্ধে ইস্যু বানানোর জন্য আওয়ামি লীগ যে একাজ করছে না তার নিশ্চয়তা আপনি কিভাবে দিলেন?
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
রামন বলেছেন:
খালেদা জিয়া পাকিস্তানীদের অসমাপ্ত এজেন্ডা শেষ করার সংকল্পবদ্ধ হয়েছেন । তিনি বিদায় হবেন ঠিকই তবে এ দেশের মানুষকে পুড়িয়ে মেরে যাবেন। ৭১ এ যাবার আগে পাকিস্তানী ও তার দোসররা এভাবেই বুদ্ধিজীবিদের হত্যাকরে নিলজ্জের মত আত্মসমর্পণ করেছিল।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
ডিজ৪০৩ বলেছেন: সে সব সময় নিশাগ্রস্ত থাকে তাই সব নিশা যখন তাকে নিশাগ্রস্ত করতে পারছেনা তখন তিনি মানুষের রক্তের নিশাই মেতেছেন । তবুও যদি তার নিশা প্রতিদিন হয় !