নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

বি,এন, পি জামাতের কাছে সহজ কিছু প্রশ্ন রেখে গেলাম আশা করি উত্তর দিবেন।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ২:১০

বি,এন,পি জামাতের সমর্তক, নেতা, কর্মীদের কাছে কয়েটি সহজে প্রশ্ন করতে চায়।

তার আগে একটি ছোট্ট গল্প বলতে চায়।

তখন আশ্বিন মাস, আমাদের গ্রামে অন্তত অনুমাণিক ১০ হাজার বাসিন্দ আছে, একদিন দেখলাম হঠাৎ সাবদিকে আত্ঙ্ক ছড়িয়ে পড়োলো, বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ করে দিল, রাত্রে বেলায় ভয়ে কেউ ঘর হতে বের হচ্ছেনা, সন্ধ্য হবার আগে সবাই ঘরের দরজা বন্ধ করে দিল, কি হল কি হল ! আতঙ্ক আতঙ্ক আর ভয়।

হ্যাঁ ব্যাপার একটাই অশ্বিন মাসে হঠাৎ এক দল কুত্তা পাগল হয়ে গেলে, রাত্রের অন্ধকার নামতেই ঘেউ ঘেউ আওয়াজ, পাগলা কুত্তার ছুটাছুটি রাস্তায় বা বাইরে কাউকে অন্ধকারে পেলে কামড়ে দিচ্ছে।

কি অদ্ভুদ আর আর্শ্চয একদল কুত্তা সম্পূর্ণ গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দাকে জিম্মি করে ফেললো, ভয় ছড়িয়ে দিলে পুরো গ্রামে।



পাগলা কুত্তার বিষাক্তা কামড়ের বাচঁতে সবাই ঘরের মধ্যে বন্ধী হয়ে রাইল। স্তব্দ হয়ে গেল পুরো গ্রাম।



ব্যাপারটা গভীর ভাবে অনেক চিন্তা করে দেখলাম , আসলে ৮/১০ পাগলা কুত্তা পুরো গ্রামটা ধ্বংস করে দিতে পারে।



যাক এবার আসাযাখ মুল বিষয়ে।

১) দুই মাসতো পুরো বাংলাদেশের মানুষদের জিম্মি করে রাখলেন আর কত দিন জিম্মা করে রাখবেন?



২) ইতি মধ্যে আন্দোলনের নামে প্রায় ৬২ জন নিরহ মানুষকে জীবন্ত পুড়িযে মারলেন, আর কত জন নিরহ মানুষকে জীবন্ত পুড়িয়ে মারবেন?



৩) প্রায় দেড়হাজার গাড়ী পুড়িয়ে নষ্ট করেছেন যা সাধারন নিরহ মানুষের মুল্যবান সম্পদ ছিল, আর কত গাড়ী পুড়িয়ে নষ্ট করবেন?







মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ২:১৪

চলন বিল বলেছেন: ১৯৯৬ সালের কথা ভাবুন, উত্তর পাবেন,
/:) /:)

২| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৮

এম এ কাশেম বলেছেন: এক পাগলা কুত্তা
সবাইকে ভাবে পাগল,

কিস্‌সা কইবার পূর্বে
বুঝার চেষ্টা করবেন আগে,

গুম খুন, লুঠপাট, কালো বিলাই ধলা আবুল
এসব দেখেন না চোখে?
নাকি চোখ বান্ধা কলুর বলদ?

৩| ০৭ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৪১

বিষক্ষয় বলেছেন: ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত অর্থাৎ এ সরকারের গত পাঁচ বছর মেয়াদে সর্বোমোট ৭৬৪ জন বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছে এবং ১১১ জনের মত গুম হয়েছে বলে মানবাধিকার সংগঠন গুলো তথ্য পেয়েছে। এর মধ্যে র‌্যাবের হাতে ৫১ জন, গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ৩৬ জন, পুলিশের হাতে পাঁচজন, র‌্যাব ও পুলিশের হাতে দুইজন, শিল্প পুলিশের হাতে একজন এবং অন্যান্য ভাবে ১৬ জন গুম হয়েছে। (সুত্র: অধিকারের রিপোর্ট)

৪| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: বাস পোড়ানো, মানুষ পোড়ানো -এসব যে বিএনপি-জামাতই করছে - এতটা শিওর কি করে হলেন? কোন বিএনপি নেতার এই সংক্রান্ত ফোনালাপ কি বাংলালিক্স ফাঁস করেছে? বিএনপি-জামাতের কোন কর্মী কি বোমা মারার সময় হাতে নাতে ধরা পড়েছে? (পেট্রোল সহ ধরা পড়ার গালগপ্প শুনায়েন না - ঐটা যে কি কাহিনী, সবার জানা হয়ে গেছে)

বরং পত্রিকায় আসছে, পেট্রোল বোমাসহ আটক ব্যক্তি ছাত্রলীগ কর্মী জানার পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

এবার কি আপনার প্রশ্নটা রিভার্স করবেন?

৫| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

রাজনিতী নিয়ে মন্তব্য করতে ইচ্ছা করে না। সবগুলোই জানোয়ার।

গুয়ের কোন পিঠই ভাল না। সবই সমান দূর্গন্ধ ছড়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.