নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

তিন বারের প্রধান মন্ত্রী যখন সাধারণ জনগণ কর্তৃক ধৃত হয়। - মেডাম কি এই লজ্জা অনুভব করছেন?

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১

শুরুতে নিন্ধা আর গৃণা জানাতে হয় যেই বা যারা তিন বারের সাবেক প্রধাণ মন্ত্রী ও দুই বারের প্রধান বিরুধী দলীয় নেত্রীর উপর হামলা চালিয়েছেন। কারণ একটি স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে স্বাধীন ভাবে দেশের যে কোন জায়গায় ঘুরে বেড়ানো, খালেদা জিয়াও দেশের একজন নাগরিক, তার অধিকার আছে স্বাধীন ভাবে ঘুরাফেরা করা, নির্বাচনী প্রচারণায় অংশ নেবার।

আসন্ন ঢাকা ও চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে বি,এন,পি সমর্তিত প্রার্থীর পক্ষে প্রচারনায় নামেন বি,এন,পি নেত্রী খালেদা জিয়া। তিনি যখণ নির্বাচনের প্রচারণায় নামেন প্রতি দিনই কোন না কোন স্থানে বাধার সম্মুখীন হয়েছেন সাধারণ জনগণ কর্তৃক, জনগণ তাকে লক্ষ করে কখনো তার প্রতি প্রর্দশন করেছে কালোপতাকা, ছুড়েছে ইটপাটকেল, তার বিরুদ্ধে স্লোগান, হয়েছে ধৃত, সাধারণ জনগণ কর্তৃক ধৃত হয়ে পালাতে বাধ্য হয়েছেন তিনি।



খালেদা জিয়ার গাড়ী বহরে হমলা এই কর্মকান্ড কোন অবস্থায় সমর্তন যোগ্য নয়। অবশ্যই এটি একটি গৃণ্য কর্ম,

কিন্তু ব্যাপারটা সমর্তন যোগ্য না হলেও আজ বলতে হয়, একটানা তিন মাস দেশকে শুধু মাত্র খালেদা জিয়ার ব্যাক্তিগত আক্রোশের তার হিংস্র মনোভাব আর রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বর্শবর্তীহয়ে তিনি আর দল আর বি,এন,পি জামাত শিবিরের সহযোগীতায় দেশকে করে রেখছিল সম্পূর্ণ অন্ধকারে, পোট্রোল বোমা মেরে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে,

তো জনগণের দোষ কি, -- খালেদা জিয়ার ভাগ্য ভাল তাকে পোট্রোল বোমা ছুড়ে আগুনে পুড়িয়ে মারিনি।

প্রত্যাক ক্রিয়ারই তার প্রতিক্রিয়া আছে, আমার মনে হয় খালেদা জিয়ার তার উপযুক্ত জবাব পেয়েছেন জনগণ কর্তৃক ।



বি,এন,পি জামাত শিবির আর খালেদা জিয়া নিজে এই লজ্জা আর শরম অনুভব করতে পারবে নকি জানিনা, - তবে একটি কথা এর সাথে বলতে হয়, যে লজ্জা শরম অনুভব করার মত অনুভুুত আদৌ বি,এন,পি জামাত বা খালেদা জিয়ার আছে কিনা সেটা চিন্তা করা উচিত।



একজন বড় দলের জাতীয় পর্যায়ের নেত্রী , একাধিক বারের প্রধান মন্ত্রী আর সাবেক একাধিক বারের বিরুধী দলীয় নেত্রী যখন জাতীয় নির্বাচন বয়কট করে , একটি অরাজনৈতিক স্থনীয় নির্বাচনে জেতার জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় গণ্য হয়ে ভোট ভিক্ষা করে। তখন আর বলার অপেক্ষা নেই , বি,এন, পির অবস্থান কত নিন্ম পর্যায়ে গেছে।



এখানে আরো কিছু লক্ষনীয়, খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় মাটে নামলও তার সাথে নাই কোন - বি,এন,পি শীর্ষ নেতা, বা ছাত্র বা বি্এন,পির কর্মী বাহিনী। আজ প্রশ্ন - খালেদা জিয়া রাস্তায় মেনে জনগরের মার খাচ্ছে, কিন্তু কোথায় এখন ছাত্র দল, বি্এন, পি নেত্র কর্মী? এটা কি খালেদা জিয়া অনুভব করতে পারছেন?



হ্যাঁ - আজ খালেদা জিয়ার নির্বাচনী প্রচরণায় বি,এন,র কোন নেতা , কর্মী, জামাত শিবিরের ক্যাডার বাহীনি কেউ নাই , তারা বুঝতে পারছে তারা যদি খালেদা জিয়ার সাথে নির্বাচনী প্রচরণায় মাটে নামে জনগণ তাদের পিঠের চামড়া আর রাখবেনা।





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৬

কর্পোরেট ভালোবাসা বলেছেন: সাধারণ জনগন যদি কাজটি করতো তবুও না হয় মানা যেতো। কিন্তু ছাত্রলীগ যখন করছে তখন লজ্জা পাওয়ার কি আছে ??

আওয়ামীলীগ যদি কোন দিন বিরোধীদলে যায় তখন বুঝবে

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৭

লাতি বলেছেন: ছাত্র লীগ হামলা করেছে এটা বলে বলে সন্তানা খুজতে থাকুন, আর তো কোন উপায় নাই

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭

তার ছিড়া আমি বলেছেন: সাধারন জনগণ??????
হা----হা----হা---- =p~

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৫

লাতি বলেছেন: লজ্জা শরমের অনুভুতি থাকলে তো বুজতে পারতেন

৩| ২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

লাতি বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.