নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

নরেন্দ্র মোদির কাছে বি,এন,পি অসহায় আত্নসর্মপন

১১ ই জুন, ২০১৫ রাত ১:৪২

বি,এন,পি জন্য সত্যাই আজ বড় করুণা হয়, কি বি,এন,পি আজ কি হয়ে হয়ে গেল, এই যেন এক সময়ের বনের সিংহ গর্তের ইদুর, মনে পড়ে সেই দিনের কথা, গত ২০১৩ সালে মার্চে বাংলাদেশ সফরে আসছিল ভাতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সেই সময ভারতীয় রাষ্ট্রপতি সাথে তখন কার বিরুধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বৈঠক হবার কথা ছিল, সময় , দিন ক্ষণ সব কিছু আগে হতে সিডিউল করা ছিল, কিন্তু হঠাৎ বি, এন,পি পক্ষ হতে খালেদা জিয়ার সাথে প্রণব মুর্খাজি সাক্ষাত বাতিল করা হয়,
কিন্তু সময়ের কাছে বি,এন,পি আজ বড়ই অসহায়, মানস্মান মর্যদার বিচারে নরেন্দ্র মোদরি অনেক উপরে স্থান হল প্রবণ মুর্খাজির, নরেন্দ্র মোদি হল প্রধান মন্ত্রী আর প্রবণ মুর্খাজি ছিল মহামাণ্য রাষ্ট্রপতি।
মহামাণ্য রাষ্ট্রপতির সাথে বি,এন,পি নেন্ত্রী খালেদা জিয়া সাক্ষাত করেনি, কিন্তু আজ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটু সাক্ষাত করার জন্য বি,এন,পি পাগল হয়ে গেল, সত্যাই বড়ই করুণামায় এক দৃশ্য বি,এন,পি জন্য।
কোন রকম রাষ্ট্রীয় প্রোটকল বা রাষ্ট্রীয় মর্যদা পদবী ছাড়াই খালেদা জিয়া নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করলেন, কিন্তু সেই দিন রাষ্ট্রীয় মর্যদা নিয়ে , রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে বি্এন,পি নেত্রী রাষ্ট্রপতি প্রণব মুর্খাজির সাথে দেখা করেনি , সিডিউল থাকা সত্বেও।
এতে প্রমাণিত হয় বি,এন,পি আজ রাজনৈতিক ভাবে কত অসহায় আর দুর্বল। এতে প্রমাণিত হয় বি,এন,পির অবস্থান আজ কতটুকু নীচে নেমে আসছে।
গত কিছু দিন আগেও ঠিক একই ঘটনা ঘটে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজ বাংলাদেশ সফরে আসেছিল। গত ২০১৪ সালে জুনে বাংলাদেশ সফরে আসেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমাসরাজ। সেই সময়ও বি,এন,পি নেত্রী খালেদা জিয়ার সাথে সুষমা সরাজরের সাক্ষাত হয়, তখনই ব্যাপরটা আলোচনায় আসে, রাষ্ট্রপতি প্রণব মুর্খাজির সাথে বৈঠক বর্জন করে বি,এন,পি নেত্রী খালেদা জিয়া কিন্তু পরভর্তীতে অসহায়ের মত ছুটে গেল মন্ত্রী সুষমার সরাজের সাথে সাক্ষাত করতে কোন রকম রাষ্ট্রীয় মর্যদা আর প্রোটোকল ছাড়াই।

হায় বি,এন,পি বড়ই করুণা হয় তাদের এই করুণ পরিণয় দেখে, এই বি,এন,পি এক সময় আওযামীলীগের চৌদ্দ গোষ্টীকে কথায় কথায় গালী দিত, আর কথায় কথায় তুলোধুনো করতো ভাতীয় দালাল বলে বলে। কত রকম টিটিকিরি, মশাকরা আর বিদ্রুপ করতো আওয়ামীলীগতে ভারতীয় দালার বলে বলে, কখনো ভারতীয় দালাল, কখনো ভারত আওয়ামীলীগে প্রভু, আজ এই বি,এন,পি দৌড়াঝাপ করছে আর মোদির পায়ে মাথা নুয়ে দিল ভারতের একটু করুণা পাবার আশায়।

আজ সেই বি,এন,পি জামাত সমর্তক ব্লগাদের কাছে প্রশ্ন ?
কোথায় এখন ভাকুর, ভাদা সেই শব্দ গুলো? আসর ভাদা ভুকুর এখন কারা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.