![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি তা আমি নিজেই জানি না ! হয়তো ঘাস কিংবা কাঁচপোকা কিংবা কিছু অন্য গল্পের অন্য রাজ্য
মন ? আছে কিংবা নেই ,
নাই বা থাক ! ভাবনা বিলাস মুক্তি পাক
চোখের পাতা শান্তি পাক,
রাজ্য শাসন কল্পবিলাস খুব অবাক !
ঘুম ! আছে কিংবা নেই ,
নাই বা থাক ! চোখের পাতা মেলবে ডানা
স্বপ্ন রাজ্য হোক অজানা,
গহীন ক্ষত খুঁজে ফিরুক তার ঠিকানা !
ছন্দ ? আছে কিংবা নেই,
নাই বা থাক ! অলস কাব্য রুদ্ধ দ্বার
সিক্ত সময় হচ্ছে পার
গুমরে কাঁদুক বারংবার !
©somewhere in net ltd.