নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন মুসলিম

একজন মুসলিম

একজন মুসলিম › বিস্তারিত পোস্টঃ

যে কারনে আমি নামাজ পড়ি না-------আপনি?

১১ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৭

১। আমার মনটা খুব পরিষ্কার, আমি একজন সাদা মনের ভালো মানুষ তাই আমার নামাজ দরকার নাই।
২। নামাজ পড়লে মানুষ আমাকে জঙ্গিবাদি, মোল্লা বা হুজুর বলবে তাই নামাজ পড়ি না।
৩। আল্লাহ আমাকে কিছুই দেন নাই, দামী বাড়ী/গাড়ি কিছুই না, আমি কেন নামাজ পড়বো।
৪। আমার অনেক কাজ আছে, বেকারদের মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই।
৫। মনের নামাজই আসল নামাজ, হুজুরদের মতো মসজিদে লোক দেখানো নামাজের দরকার নাই।
৬। সারা দিন বাইরে কাজে ব্যাস্ত থাকি, কাপড় পরিষ্কার থাকে না, তাই নামাজ পড়ি না।
৭। আমারতো বয়স কম, বুড়া হলে নামাজ পড়বো, এখন সময় নাই।
৮। আমি কোন খারাপ কাজ করিনা, আমার কোন পাপ নাই, তাই আমার নামাজ দরকার নাই।
৯। অনেক মানুষ নামাজ পরে আবার খরাপ কাজও করে, তাই আমি নামাজ পড়ি না।
১০। আমি বিরাট পাপি মানুষ, আমার ক্ষমা নাই, তাই নামাজ পড়ি না।
১১। আমিতো বিরাট শিক্ষিত, উচ্চ বংশের ধনী মানুষ, সাধারন গরিবের মতো আমি কেন নামাজ পড়বো।
১২। নামাযে মন বসেনা তাই পড়ি না, যখন বসবে তখন পড়বো।
১৩। সকালে ঘুম ভাঙ্গে না তাই ফজর পড়তে পারি না। অন্য চার ওয়াক্ত পড়িতো।
১৪। পাঁচ ওয়াক্তে এত রাকাত নামাজ, কষ্ট লাগে, তাই পড়ি না।
১৫। নামাজ মাঝে মাঝে পড়ি, শুক্রবারে জুমার নামাজ পড়ি, এতেই চলে, বেশি লাগে না।
১৬। আমার পীর আছে, পীরের তরিকায় চলি, আপনাদের মতো নামাজ দরকার নাই।
১৭। সুরা, নিয়ত জানি না, তাই নামাজ পড়ি না।
১৮। নিয়ত করছি সামনের বছর হজ্ব করে একবারে নামাজ ধরবো, বারবার ধড়া-ছাড়া ভালো না।
১৯। হুজুর বলছে যার ঈমান আছে সেই বেহেস্তে যাবে, নামাজের দরকার কি?
২০। বাপ-দাদাদের দেখেছি বুড়ো হয়ে নামাজ ধরছে, আমিও বুড়ো হলে পড়বো।
২১। নামাজী হুজুররা সব জঙ্গি, তাই আমি নামাজ পড়ি না।
২২। বাবা- মা নামাজ-রোজা শিক্ষা দেয় নাই, তাই পড়ি না।
২৩। নামাজ পড়ে কি লাভ, কোন লাভ নাই ,তকদিরে যদি বেহেস্ত থাকে তবে এমনি পাবো, নামাজ লাগবে না।
২৪। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সারেরা বলছে ভালো মানুষ হতে, কেউ নামাজী হতে বলে নাই, তাই পড়ি না।
২৫। সমাজের গুনীজন, নেতা, সুশীল, মানবতাবাদী, সংস্কৃতিবাদীরা সবাই বেনামাজী, তাই আমিও নামাজ পড়ি না।
নামাজ না পড়ার কারন যাই হোকনা কেন…… বেনামাজির জন্য অপেক্ষা করছে জাহান্নাম। “তোমাদেরকে কিসে জাহান্নামে ক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না” সুরা মোদ্দাসসের- ৪২,৪৩

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩১

তানভীরএফওয়ান বলেছেন: নামাজ পড়ে কি লাভ, কোন লাভ নাই ,তকদিরে যদি বেহেস্ত থাকে তবে এমনি পাবো, নামাজ লাগবে না :| :| X(( X((

২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২২

আরজু পনি বলেছেন:
নামাজের মধ্যে মানুষের কল্যাণ আছে, তাই মানুষের নামাজ পড়া উচিত।
ধন্যবাদ, পোস্টটির জন্যে ।

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৮

আরণ্যক রাখাল বলেছেন: নামাজ না পড়লে বাল হয়

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৬

একজন মুসলিম বলেছেন: @আরণ্যক রাখাল -মাইন্ড ইউর লেঙ্গুয়েজ

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আমাদের সমাজে তথাকথিত শিক্ষিতরা এসব কারণগুলোই পেশ করে । যারা যারা লেখাটা পড়েছে তাদের অধিকাংষের মধ্যেই এই গুনগুলো বিরাজমান তাই রিচ বেশি হওয়া সত্যেও কমেন্ট মাত্র কয়েকটা । সুন্দর হয়েছে ভাই, ধন্যবাদ ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নামাজ পড়তে গিয়ে ডেট মিস করবো নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.