নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি নিয়ে কবিতা

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮

গোলাপ ঝরে যায় রেখে যায় প্রীতি

মানুষ ময়ে যায় রেখে যায় স্মৃতি।

পত্ররাজি ঝরে যায় রেখে যায় কিশলয়

সবুজ অবুঝ হলেও দুটি মন এক হয়।

রাতের রজনীগন্ধা সকাল হয় মলিন

রাত কেটে ভোর হয় শুরু হয় নতুন দিন

দিনের শেষে সূয্যি ডোবে রেখে যায় অন্ধকার

সাঁঝের বেলায় তারা নিয়ে চাঁদমামার সংসার

রাতের বেলায় আকাশের চাঁদ জোছনা হয়ে ঝরে

ভালোবাসা প্রীতি হারানো স্মৃতি কত কথা মনে পড়ে।

ভালোবাসা মরে যায় রেখে যায় স্মৃতি আর দেয় বুকে ব্যথা,

কবিগণ অমর হন রেখে যান তাঁদের হারানো স্মৃতির কবিতা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.