নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহের কবিতা

২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪১

মিথ্যার মেঘে আকাশ ঢাকা

সত্যের সূর্য আড়ালে হাসে,

স্মৃতির নদীতে সময়ের তরীখানি

ভাটার টানে আনমনে ভেসে আসে।

দুর্নীতিতে গেছে দেশটা ছেয়ে

কালোটাকার পাহাড় জমায় যারা,

অত্যাচারের চাবুক নিয়ে হাতে

শাসনের নামে শোষন করে তারা।

বিবর্ণ মৃত্যুর মৌন মিছিলে

প্রতিবাদের আহ্বান।

ক্ষুধিত জনতা বিদ্রোহী আজ

গাহে বিদ্রোহের গান।

ঘড়ির কাঁটা বন্ধ আজিকে

সময় কথা বলে।

দিকে দিকে আজ বিদ্রোহ

বিদ্রোহের আগুন জ্বলে।

পরিবর্তন চাই। সুদিন আসছে

আমরা সব্বাই

নতুন সকালের প্রতীক্ষায় আছি।

বাঁচার লড়াই

তার আর এক নাম সংগ্রাম

এই নিয়ে বেঁচে আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.