নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রাতের রজনীগন্ধা

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:২১

রাতের আঁধারে জন্ম আমার

আমি রাতের রজনীগন্ধা

আমি ফুল হয়ে ফুটেছিলাম

সবাইকে গন্ধ দিতে চেয়েছিলাম

আমার তুচ্ছ এই জীবনটাকে

উৎসর্গ করতে চেয়েছিলাম

দেবতা চরণ কমলে।

কিন্তু তা তো হলো না।



আমি সবাইকে ভালবাসতে চেয়েছিলাম।

সবার ভালবাসা পেতে চেয়েছিলাম।

ভালবাসা যে কে মধুর,

ভালবাসার যে কি স্বাদ,

এ জীবনে পেলাম না।

মানুষ যা চায়, তাই কি পায় ?

না পাওয়ার ব্যথা ওকে স্বান্ত্বনা দেয়।

জীবনে চলার পথে, প্রতিটি পদে পদে,

লুকোনো থাকে যে বিপদবাধা সহস্রবিধ

তা কি রজনীগন্ধা জানতো ?



আর তাই একদিন

একটা দুষ্ট কীট এসে বসল তার দেহে

বিষাক্ত কীটের দংশনে ওর

পাপড়ি গুলো হল ক্ষতবিক্ষত।

নষ্ট হলো ওর পবিত্রতা।

ফুলের সেই পবিত্র স্নিগ্ধ

রূপ আজ আর তার নেই।

শিশিরভেজা রাতে, রাতের রজনীগন্ধা

আজও শুধু কাঁদে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.