নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পুকুর পাড়ে বেড়ার ধারে

৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২০



পুকুর পাড়ে বেড়ার ধারে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

পুকুর পাড়ে বেড়ার ধারে
চাঁপা কলার বনে,
রাখাল বসে বাজায় বাঁশি
পুলক জাগে মনে।

গান গেয়ে ঘাটের মাঝি
নৌকা ভাসায় জলে।
পাল তুলে নৌকাখানি
উজান বেয়ে চলে।

ওপারেতে দুরের গ্রামে
বৃষ্টি এলো নেমে,
এপারেতে দেখি চেয়ে
বৃষ্টি গেছে থেমে।

মেঘের ফাঁকে রোদ হাসে
কালো মেঘের গায়,
দূরে কারা বনের ধারে
জোরে মাদল বাজায়।

আকাশপারে মেঘের গর্জন
বিজুলি চমকে মেঘে,
মুষল ধারায় বৃষ্টি ঝরিছে
বায়ু বয় দ্রুতবেগে।

কদম্ব কেতকী, মালতী যুঁথী
ফুল ফুটে বাগিচায়,
অঝোর ধারায় ঝরে অবিরল
জল জমে আঙিনায়।

নয়নদিঘির স্নানের ঘাটে
মরাল জলে ভাসে,
মাঠের কাছে সবুজ ডাঙায়
ফড়িং লাফায় ঘাসে।

গাঁয়ে নামে সাঁঝের আঁধার
দীপ জ্বলে শাঁখ বাজে,
পেঁচারা ডাকে বাঁশ বাগানে
নির্জন গাঁয়ের মাঝে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.