নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ফুলের ব্যথা

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১১



ফুলের ব্যথা
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)


ঝরা ফুলের কান্না ঝরানো
মৌন ইতিহাস কথা কয়,
না ফোটা ফুলের কলিরা
শত ব্যথা সয়ে বেঁচে রয়।

ঝরা ফুলের কান্নাতে আজ
ছেয়ে গেছে বিশ্বের গগন,
না ফোটা ফুলকলিরা কেমনে
ফিরে পাবে ফুটন্ত জীবন।

ঝরা ফুলের কান্নাতে আজ
সারা দেশ গেছে ছেয়ে,
না ফোটা ফুলকলিদের অশ্রু
ঝরিছে দু’চোখ বেয়ে।

ঝরা ফুলের কান্না আজও
কবির হৃদয় মাঝে বাজে,
নাফোটা ফুলের কলিরা শরমে
নুয়ে পড়ে সদা লাজে।

ফুল যদি ঝরে যাবে তবে
নব রূপে ফোটে কেন?
নিশার স্বপনে কবির জীবনে
জমে ব্যথার পাহাড় যেন।

নিয়ে এসো এক ফুটন্ত সকাল
মুছে দাও ঝরা ফুলের কান্না,
না ফোটা ফুলের কলিরা কাঁদে
সহি নিশিদিন শত বঞ্চনা।
























































































































মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭

অয়ন নাজমুল বলেছেন: মোটামুটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.