নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মানুষ ভগবান

০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩




মানুষ ভগবান
- লক্ষ্মণ ভাণ্ডারী


সবকিছু পেয়েও, না পাওয়ার ব্যথাকে
যারা ভুলতে পারে না।
সবকিছু হারিয়ে, ফিরে না পাওয়ার
দুঃখকে যারা ভুলতে পারে না।
যারা নিজে কাঁদে, কিন্তু অপরকে কাঁদায় না।
যাদের বুক ফাটে, তবু মুখ ফোটে না,
তারাই মানুষ, তারাই দেবতা।
কবির কণ্ঠে প্রতিনিয়ত ধ্বনিত হয়
তাদেরই জয়গান।
এদেরই বেদনা দিলে ভগবান কাঁদে।
এদেরই আঘাত দিলে
সেই আঘাত লাগে ভগবানের বুকে।
এদেরই দুঃখ দিলে,
আকাশ কাঁদে, বাতাস কাঁদে,
কাঁদে পশুপাখি, গাছপালা,
স্থাবর জঙ্গম, পর্বতকন্দর, নদনদী।
পাষাণের চোখেও জল ঝরে
এদেরই আঘাত করলে।
এরাই মানুষ, এরাই দেবতা।
এসো, আমরা সবাই
মানুষের জয়গান গাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:




কবিতা বাদ দেন, ছবিটা কার?

২| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

নোমান প্রধান বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.