নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জোছনা ঝরা রাতে

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৪



জোছনা ঝরা রাতে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

আকাশ জুড়ে তারার মেলা
রাতে ফুটফুটে জোছনায়।
চাঁদ ও তারা একসাথে হাসে
দূর নীল আকাশের গায়।

নদীর কূলে কেহ নাই
আছে নৌকা বাঁধা ঘাটে,
গভীর রাতে শেয়াল ডাকে
বাউল পাড়ার মাঠে।

বাঁশ বাগানের ভেতর থেকে
রাতের নিশাচররা ডাকে,
লাঠি হাতে পাহারাওয়ালা
তার জোর গলাতে হাঁকে।

জোছনা রাতে ঘুম আসে না
কবি একলা জেগে রয়,
বাতায়ন খুলে দেখি চেয়ে চেয়ে
নব ফুলকলি কথা কয়।

আকাশ জুড়ে চাঁদের আলো
তারাগুলো মিটিমিটি চায়,
পূব-আকাশ লাল হয়ে আসে
প্রভাত পাখিরা গান গায়।
























































































































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.