নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ভোর হয় সুর্যি ওঠে

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৪




ভোর হয় সুর্যি ওঠে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

ভোরের বেলা কোকিল ডাকে
আমকাঁঠালের শাখে শাখে,
তালখেজুরের গাছের পাতায়
রাতের শিশির ঝরতে থাকে।

বনে বনে ফুল ফুটেছে ঐ
গাহে পাখি মধুর সুরে গান,
ঘাটেরমাঝি বৈঠা বেয়ে চলে
মারে জোরে হৈয়া-হৈয়া টান।

ফুলের বনে ফুল ফুটেছে ঐ
শোনা যায় মৌমাছিদের গুঞ্জন,
চাঁপার বনে ফুলের সুবাসে
নিত্য সৌরভ ছড়ায় সমীরণ।

ভোরের আলো উঠেছে ফুটে
ফুলের কাননে কাননে,
অলিদল তাহে ছুটে আসে দ্রুত
ফুলে ফুলে মধু আহরণে।


ভোরের বেলা উঁকি যে দেয়
সোনার বরণ ঐ অরুন রবি,
সোনার আলোয় ভুবন জুড়ে
দেখি যে সুন্দর সোনার ছবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.