নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

যাত্রা গানের আসর

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫



যাত্রা গানের আসর
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

যাত্রা গানের বসেছে আসর
গাঁয়ের যাত্রা পাড়ার মাঠে,
হ্যাজাকবাতি জ্বলে চৌদিকে
প্যাণ্ডেলে ঘেরা মঞ্চটাতে।

পাড়ার তপুদা সেজেছে সিরাজ
বাংলার স্বাধীন নবার যিনি,
গোপেনদা সেজেছে মীরজাফর
যাত্রাদলের ম্যানেজার তিনি।

চারদিকে চিত্কার ও কোলাহল
প্যাণ্ডেলে দর্শকগণের ভিড়ে,
মাইকের শব্দে কান ঝালাপালা
মিউজিক বাজে যাত্রার আসরে।

পলাশীর যুদ্ধ যাত্রাপালা গান
হতে চলেছে শুরু বুঝি এইবার।
আলো নিভে যায়, ঝড় আসে
চারিদিকে দেখি শুধুই অন্ধকার।

বৃষ্টি পড়ে আর বিদ্যুত্ চমকায়
আঁধারে কিছুই নাহি দেখা যায়।
যাত্রার আসর পণ্ড হলো আজ
সবাই যে যার ঘরে ফিরে যায়।





































































































































মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পছন্দ করলাম

২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: যাত্রা গানের আসর
দেখতে গিয়ে ছোট বেলায়
কত যে মার খেয়েছি
গুরুজনের তাকি ভুলা যায় ।
খুবই ছন্দময় চমৎকার কবিতা।
পাঠে হৃদয় মন ভরে যায়।
ভাল লাগল
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.