নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া ভালবাসা

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪



হারিয়ে যাওয়া ভালবাসা
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

হারিয়ে যাওয়া ভালবাসা
ঝরে পড়া গোলাপ ফুলের মত,
হারিয়ে যাওয়া ভালবাসা
জীবনের নীরব অভিমান যত।

হারিয়ে যাওয়া ভালবাসা
ঝরে পড়া পাতার মর্মর ধ্বনি,
হারিয়ে যাওয়া ভালবাসা
আলো হারা অন্ধকারের খনি।

হারিয়ে যাওয়া ভালবাসা
নদীতে হারানো চুনী আর পান্না।
হারিয়ে যাওয়া ভালবাসা
হৃদয়ে জমানো ব্যথা আর কান্না।

হারিয়ে যাওয়া ভালবাসা
কেড়ে নেয় ঘুম সারা রাতের।
হারিয়ে যাওয়া ভালবাসা
ব্যথা ও বেদনা হৃদয় মাঝের।

হারিয়ে যাওয়া ভালবাসা
নিভে যাওয়া এক প্রদীপের শিখা।
হারিয়ে যাওয়া ভালবাসা
অশ্রুজলে প্রিয়তমের ছবি আঁকা।

হারিয়ে যাওয়া ভালবাসা
পারে না মেটাতে কারো আশা,
জীবননদীর বালুচরে তাই কাঁদে
হারিয়ে যাওয়া ভালবাসা !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালো লাগলো

২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.