নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটি স্বর্গ আমার

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯



গাঁয়ের মাটি স্বর্গ আমার
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

গাঁয়ের মাটি স্বর্গ আমার
গাঁয়ের মানুষ আপনজন,
আমের শাখে কোকিল ডাকে
ভরে ওঠে আমার মন।

গাঁয়ের রাঙা মাটির পথে
ভোরে রোজ মোরগ ডাকে,
দোয়েল, ফিঙে বেড়ায় উড়ে
দূরে অজয় নদীর বাঁকে।

গাঁয়ের মাঝি নৌকা চালায়
ভাটিয়ালি গান গেয়ে,
গাঁয়ের বাউল পথে গান গায়
একতারা হাতে নিয়ে।

গাঁয়ের চাষীরা চষে জমি
মাঠে যায় অতি ভোরে,
গাঁয়ের রাখাল বাজায় বাশি
গ্রাম সড়কের মোড়ে।

গাঁয়ের মাটিতে জন্ম আমার
গাঁ যে আমার মায়ের সমান,
পিতামাতার পদধূলি আজও
গাঁয়ের মাটিতে হয়নি ম্লান।

গাঁয়ের মাটি স্বর্গ আমার
মাটিতে আছে মমতা, মায়া,
মাটিতে ফলে সোনার ফসল
আছে সবুজ গাছের ছায়া।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.