নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বেজে ওঠে সাঁঝের সানাই

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪




বেজে ওঠে সাঁঝের সানাই
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

গাঁয়ে যেতে পথের ধারে
ময়না, চড়ুই সারে সারে,
সকাল হলে উড়ে বেড়ায়
সন্ধ্যা হলে ফেরে বাসায়।

তাল খেজুর গাছের পাতায়,
বাবুই পাখি লেজটি নাচায়।
দোয়েল কোকিল গান গায়,
কাকেরা ডাকে আঙিনায়।

রোজ সকালে সূর্য ওঠে,
দিঘিতে শালুক ফোটে,
গরুগুলো জোরে ছোটে,
রাখাল চলিছে গোঠে।

পথের পথিক পথ চলে
ছায়ায় বসে ক্লান্ত হলে।
অবশেষে পড়ে বেলা,
বালকেরা করে খেলা।

সূর্য ডোবে আঁধার নামে,
ঢাক বাজে আমার গ্রামে।
মন্দিরেতে ঘণ্টা বাজে,
সানাই বাজে পাড়ার মাঝে।

বেজে ওঠে সাঁঝের সানাই,
নিশুতি রাতে ঘুমায় সবাই।
পাড়ার মাঠে শেয়াল ডাকে,
পাহারাওয়ালা রোজ হাঁকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

বিজন রয় বলেছেন: লিখেছেন খারাপ না।
তবে আর একবার পড়ুন।

তাহলে কিছু অসামাঞ্জস্য ধরতে পারবেন।

শুভকামনা।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

ব্লগারনির্ভীক বলেছেন: সুন্দর, আরও ভাল লেখার প্রত্যাশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.