নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটি স্বর্গ সমান

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০



গাঁয়ের মাটি স্বর্গ সমান
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

পথের দুইধারে তালগাছ দূরে আমার গ্রাম,
এই গাঁয়েতে জনম আমার পূণ্য পিতৃধাম।
গাঁয়ের পাশে অজয়নদী কুলুকলু বয়ে চলে,
সকালে শালুক পদ্ম ফোটে পদ্মদিঘির জলে।

ফুল ফোটে বনে বনে কুঞ্জে গাহে পাখি,
গাঁয়ের পথে দুইধারে আছে সবুজ শাখী।
শান বাঁধানো দিঘির ঘাটে বধূরা স্নান করে,
সুখ শান্তি ও ভালবাসা আছে মাটির ঘরে।

গাঁয়ের মাটি স্বর্গ সমান আমি গাঁ যে ভালবাসি,
মাঠে মাঠে লাঙল চালায় আমার গাঁয়ের চাষী।
মাটিতে ফলে সোনার ফসল এই মাটি আমার মা,
এমন মাটি মায়ের ভালবাসা কোথাও পাবে না।

সারাদিন কেটে যায় বেলা সবুজ বনের ছায়ে,
সূর্য ডোবে আঁধার নামে নির্জন আমার গাঁয়ে।
























মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

ধ্রুবক আলো বলেছেন: গাঁয়ের মাটি স্বর্গ সমান আমি গাঁ যে ভালবাসি
ভালো লাগলো খুবই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.