নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সূর্যি ডুবে নামে সাঁঝের আঁধার

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫



গাঁয়ের প্রান্তে ঐ পদ্মদিঘির ঘাট
দিঘির জলে শালুক পদ্ম ফোটে,
কচি সবুজ ধানগাছে ভরা মাঠ
অতি ভোরে মোরগ ডেকে ওঠে।

নদীর ঘাটে যাত্রীরা করে ভিড়
গাঁয়ের মাঝি নৌকা বেয়ে চলে,
কাশফুলে ভরে যায় দুই তীর
যাত্রীরা বসে বটগাছের তলে।

নদীর কাছে শাল পিয়ালের বন
সাঁওতালীরা মাদলে দেয় তাল,
বাঁশির সুরে মাতাল করে মন
বাজায় বাঁশি এ গাঁয়ের রাখাল।

ধানের খেতে সোনালি রোদ ঝরে
ফিঙে পাখি বসে মাঠের আলে,
গাছে গাছে পাখি কোলাহল করে
লাফায় বানর উঁচু গাছের ডালে।

দিনের শেষে পড়ে আসে বেলা
সোনার আলোয় দেখি চারিধার,
পাড়ার মাঠে হয় হা-ডু-ডু খেলা
সূর্যি ডুবে নামে সাঁঝের আঁধার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ! চমৎকার

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: পল্লীকবি ও ফেল। সুন্দর কবিতা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.