নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পূজোর খুশিতে

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৮



পূজোর খুশিতে
লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজ ঘাসের আগায়
জমে নিশির শিশির,
গাছে গাছে পাখি সব
করে কিচির মিচির।

গাঁয়ের দিঘির জলে
শালুক পদ্ম ফোটে,
গাঁয়ের রাখাল ছেলে
ধেনু চরায় গোঠে।

সবুজ ধানের খেতে
সোনালি রোদ হাসে,
শরতের সাদা মেঘ
গগনে গগনে ভাসে।

আঙিনায় ফুটেছে কত
শিউলি, টগর, বকুল,
কাশ ফুলে ছেয়ে আছে
অজয়ের দুই কুল।

নৌকায় বসে পার হয়
নতুন যাত্রীদের দল,
সাঁওতালীরা বনে বনে
খুশিতে বাজায় মাদল।

পূজোর খুশিতে আজি
মেতেছে বিশ্ব ভুবন,
আগমনীর সুরে তাই
ভরে ওঠে সবার মন

























মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.