নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

দেবীর বোধন

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৬



দেবীর বোধন
লক্ষ্মণ ভাণ্ডারী

দেবীপক্ষে দুর্গাপূজা ভারি ধূম পড়ে,
ঢাক ঢোল কাঁসি বাজে দেবীর মন্দিরে।
দর্শনার্থীদের ভিড় রাতে আলো জ্বলে,
দেবীর আরতি হয় প্রতি সন্ধ্যাকালে।

দূর্গতি হারিণী মাতা দেবী দশভূজা,
ভক্তিভরে সর্বলোকে করে তার পূজা।
পরণে নতুন জামা ছেলেমেয়ে সবে
হাসে খেলে নাচে গায় উচ্চ কলরবে।

ঢাকীরা বাজায় ঢাক কাঁসর বাজায়,
চতুর্দিক সুসজ্জিত আলোক মালায়।
বসেছে সার্কাস খেলা ঘোষাল পাড়ায়,
আজি হতে দোকানিরা দোকান সাজায়।

দেবীর বোধন আজি শাস্ত্র বিধি মতে,
বিশ্বজুড়ে মার পূজা হেরি এ জগতে।







































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.