নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাহি মানুষের জয়গান

০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০২



গাহি মানুষের জয়গান
লক্ষ্মণ ভাণ্ডারী

গাহি মানুষের জয়গান,
মানুষই সুর মানুষই অসুর, মানুষই ভগবান।

মানুষের সেবা করলে পরে
সন্তুষ্ট হন ভগবান।
মানুষই সভ্য মানুষই অসভ্য
মানুষই যে শয়তান।

গাহি মানুষের জয়গান,
মানুষ সত্য মানুষ মিথ্যা, মানুষই ভগবান।

মানুষকে তুই ভালবাস ওরে
মানুষের সেবা কর।
মানুষে মানুষে সবাই আপন
কেউ তো নহে পর।

মানুষ হল আপন ভাই, পরমপিতার সন্তান।
গাহি মানুষের জয়গান,
মানুষ স্বর্গ মানুষ মর্ত্য, মানুষই ভগবান।

ঊষর মরুতে চালায় লাঙল,
মাটিতে ফলায় ধান,
চারদিকে দেখি সবুজ ধানখেত
সবুজের অভিযান।

গাহি মানুষের জয়গান,
মানুষ কর্ম মানুষ ধর্ম, মানুষই ভগবান।

রোদ্রে পুড়ে জলে ভিজে
সারাদিন করে কাজ,
মাটিতে ফলায় সোনার ফসল
উপবাসী তারা আজ।

মাথার ঘাম পায়ে ফেলে
যারা অন্ন করে দান,
তারাই মানুষ তারাই দেবতা
তারাই যে ভগবান।

গাহি মানুষের জয়গান,
মানুষ ধর্ম মানুষ অধর্ম, মানুষই ভগবান।

মানুষে মানুষে ভেদাভেদ গড়ে
মানুষ সেজেছে শয়তান,
মানুষের বুকে ছুরি মারে ওরা
তাদের হতে সাবধান।

গাহি মানুষের জয়গান,
মানুষ পর মানুষ আপন, মানুষই ভগবান।
































মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মানুষই সভ্য মানুষই অসভ্য
মানুষই যে শয়তান।---- এটা ঠিক

২| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬

সাদা মনের মানুষ বলেছেন:
মানুষে মানুষে ভেদাভেদ গড়ে
মানুষ সেজেছে শয়তান,
মানুষের বুকে ছুরি মারে ওরা
তাদের হতে সাবধান।


............চমৎকার লেখেছেন ভান্ডারী ভাই, এটা কি গান আকারে লিখেছেন নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.