নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রাতারাতি অচল টাকা

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০২



রাতারাতি অচল টাকা

আজব দেশের গজব মন্ত্রী, এক এমনি মজার কল,
পাঁচশো, হাজার, টাকার নোট, এবার হবে অচল।
মহম্মদ বিন তুঘলক ইতিহাসে পাগলা রাজা যিনি,
ভারতে আছে তেমনি পাগলামন্ত্রী কভু নাহি শুনি।

বলিহারি প্রধানমন্ত্রী! এমন প্রখর বুদ্ধি আছে কার?
রাতারাতি অচল টাকা রুখতে কালো টাকার বাজার।
অচল টাকা চলবে কিনা চোখে ঘুম আসে না আজ,
কেমন করে বাঁচবে প্রাণ, কেমনে চলবে গোটা মাস।

পকেটে আছে বহু টাকা, চলবে না সেই টাকা,
ব্যাঙ্ক ছাড়া সেই টাকা কোথাও যাবে না রাখা।
ব্যাঙ্ক বন্ধ এটিএম বন্ধ, বন্ধ হয়েছে কেনাকাটা,
পাঁচশো হাজার, না চললে, চলবে কিসে পেটটা।

ক্ষুধাতুর মানুষের সংগ্রাম চলছে, চিরকাল চলবে,
প্রধানমন্ত্রী নয়, দেশের জনতাই শেষ কথা বলবে।
































মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

ঢাকাবাসী বলেছেন: বিদেশি পর্যটকরা সাধারণ মানুষ সবাই মোদীকে গালাগাল দিচ্ছে। অনেকের খাবার টাকা নেই, টিকিট কেনার টাকা নেই হোটেলের বা হাসপাতালের বিল দেবার টাকা নেই, ডলার ভাঙ্গিয়ে ৫০০ বা ১০০০ টাকার নোটই পাওয়া গেছিল এখন কি করবে, জেটলি বা মোদীর মাথা খাচ্ছে সবাই।

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্ষুধাতুর মানুষের সংগ্রাম চলছে, চিরকাল চলবে,
প্রধানমন্ত্রী নয়, দেশের জনতাই শেষ কথা বলবে।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০২

সিস্টেম অ্যাডমিন বলেছেন: কয়েকটি পয়েন্ট শেয়ার করলাম। সময় অল্প বাংলায় তর্জমা করা হল না,দুঃখিত ।

First, while citizens will be inconvenienced in the short term, this is a big medium-term positive in the government's effort to crack down on black money and corruption.

Second, as the old currency notes are deposited with banks, bank deposit growth will witness a pickup and currency in circulation will moderate - a positive for banking sector liquidity.

Third, as rural households open new bank accounts to deposit old notes, this may also end up giving a boost to the government's financial inclusion thrust.

Fourth, since black money played a role in real estate transactions, this crackdown is very likely to hurt the real estate market, which is already reeling under high inventory in top tier cities such as Mumbai and Delhi.

Fifth, as some of the black money is brought under legitimate channels, the government's tax revenue collections will get a boost.


ক্ষুধাতুর মানুষের সংগ্রাম তাও আবার ৫০০ বা ১০০০ নিয়ে । ঠিক জমল না কিন্তু ! আর পকেট ভর্তি যাঁদের টাকা , তাঁদের যে নিদ্রাহানি হবে এ বিষয়ে আর বলারই বা কি আছে !

তবে জনগন শেষ কথা বলবেনই ,এটিতে একমত ।তবে প্রধানমন্ত্রীও খুব সম্ভবত বসে নেই..... [link|http://zeenews.india.com/personal-finance/relief-for-aam-aadmi-banks-to-be-open-on-saturday-and-sunday_1948081.html|view this link


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.