নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নীল আকাশের তারা

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬



নীল আকাশের তারা
লক্ষ্মণ ভাণ্ডারী

নীল আকাশের তারা,
সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা।

আকাশে ওঠে চাঁদ, ফুটফুটে জোছনায়,
বনে বনে ফুল কলিরা সকলেই ঘুমায়।
শ্মশান ঘাটে জ্বালায় চিতা কারা.. .. ..?

নীল আকাশের তারা,
সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা।

পেঁচা ডাকে, বাদুড় ওড়ে গাঁয়ের আশেপাশে,
আকাশ জুড়ে আলোর খেলা চাঁদ শুধু হাসে।
পূবের আকাশে ফুটে ওঠে ধ্রুবতারা.. .. ..

নীল আকাশের তারা,
সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা।

গহন রাতে আকাশ কাঁদে শেষে চাঁদ ডুবে যায়,
না জানি তারাগুলো তবুও কেন মিটি মিটি চায়।
আপন মনে বয়ে চলে অজয় নদীর ধারা.. .. ..

নীল আকাশের তারা,
সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা।










মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নীল আকাশের তারা, লক্ষ্মণ ভাণ্ডারী? তা’বেশ!

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাব্যের জগতে তারা হয়ে উঠুন। কাব্যের রাবনদের পরাজিত করুন, কাব্যের সীতা রক্ষা পাক।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩

ভ্রমরের ডানা বলেছেন: বেশ ভাল লাগল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.