নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাঝে জোড়া বটতলা

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪



গাঁয়ের মাঝে জোড়া বটতলা
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝে জোড়া বটতলা,
শিশুদল করে সকালে খেলা।
গাঁয়ে রাঙা পথে ধূলোর পরে,
কুকুর গুলো সব খেলা করে।

ষাঁড় ছুটছে দুটো শিং উঁচিয়ে,
গাঁয়ের বধুরা যায় জল নিয়ে।
গরুর বাথানেতে দাঁড়িয়ে গরু,
সেথা থেকে গেছে পথ সরু।

তাঁতিপাড়ায় জোরে তাঁত চলে,
কেউবা গম ভাঙে যাঁতা কলে।
সর্ষে তেল মাখে পুকুর ঘাটে,
ছেলেরা জলে সাঁতার কাটে।

বিকেল হলে পড়ে আসে বেলা,
পাড়ার মাঠে চলে ফুটবল খেলা.
সূর্যি ডোবে নেমে আসে আঁধার,
জোনাকিরা সব জ্বলে চারিধার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.