নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

চাষীর চোখে আজ জল

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৪



চাষীর চোখে আজ জল
- লক্ষ্মণ ভাণ্ডারী

চাষীর চোখে আজ জল!
পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল।
ঘরে নেই চাল, পড়েছে আকাল,
ঘরে হাঁড়ি চড়ে নি আজ,
বন্ধ বেচাকেনা, হয়ে গেছে দেনা,
আছে পড়ে খেতের কাজ।
সকাল হলে ব্যাঙ্কে চলে গাঁয়ের চাষীভাইয়ের দল।
চাষীর চোখে আজ জল!
পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল।

দোকান বাজার, বন্ধ কারবার,
বন্ধ হয়ে গেছে নাওয়া খাওয়া,
খালি খালি মাঠ, বসে নাই হাট,
রোজই ব্যাঙ্কে আসা যাওয়া।
বস্তা বোঝাই, গাড়ি আসে যায়, বন্ধ আছে ধানকল।
চাষীর চোখে আজ জল!
পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল।

চাষীর বধূ, কোলে নিয়ে শিশু,
উঠোনে বসে আঁখিজলে ভাসে।
পায়নি টাকা, ফিরে আসে একা,
চাষী খালি হাতে ফিরে আসে।
ব্যাঙ্কে আছে রাখা, ট্যাঁকে নাই টাকা, একশো টাকাই সম্বল।
চাষীর চোখে আজ জল!
পাঁচশো আর হাজার টাকার নোট হয়ে গেছে অচল।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.