নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২০



আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়,
বিহগেরা সব ডাকে তরুর শাখায়।
মাঠে যায় সকালে চাষীরা সবাই,
গোরুর গাড়ি চলে মেঠো রাস্তায়।

কাজলাদিঘির ঘোলা কালো জলে,
পানকৌড়ি দেয় ডুব সকাল হলে।
রাজহাঁসগুলো জলে সাঁতার কাটে,
জল নিতে আসে বধূ দিঘির-ঘাটে।

লাল সূর্যি ওঠে রোজ পাহাড় ঘেঁষে,
শঙ্খচিলেরা ওড়ে ধানমাঠের শেষে।
অজয়নদীর ঘাটে সরু বালির চরে,
ধবল বলাকা বসে ছোট মাছ ধরে।

কিরণ ছড়ায় রবি সারা দিন ধরে,
অস্ত যায় দিবস সাঙ্গ হলে পরে।




























মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আদিকালের পদ্য, সাধারণ।

গরু গাড়ী আর নেই, মাছও নেই মাঠে

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

ধ্রুবক আলো বলেছেন: লেখা খুব সুন্দর হইছে,.,,, খুব গোছানো সরল ভাষায় লেখা খুব ভালো লাগলো.,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.