নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জ্বলে দীপ সন্ধ্যা আসে

২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৫



জ্বলে দীপ সন্ধ্যা আসে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গাঁয়ে আছে ছোট ছোট মাঠ,
কাজলা দিঘিতে আছে শান বাঁধা ঘাট।
দিঘি পাড়ে বক বসে ছোট মাছ ধরে,
পানকৌড়ি দেয় ডুব জলে ঝুপ করে।

প্রাচীন বটের ছায়ে বসে পাঠশালা,
গ্রামমাঝে আছে এক খড়ো আটচালা।
গাঁয়ের পথের ধারে খেজুরের সারি,
বাঁশঝাড়ে কুকুরেরা করে মারামারি।

নদীঘাটে নৌকা বাঁধা সরু বালি চরে,
মাঝি নাই ঘাটে আজি চলে গেছে ঘরে।
কলসি কাঁখে কূলবৌ জল নিতে আসে,
লাফায় গঙ্গা-ফড়িং উঠোনের ঘাসে।

জ্বলে দীপ সন্ধ্যা আসে, ঢাকঢোল বাজে,
সাঁঝের আঁধার নামে এ গাঁয়ের মাঝে।






























মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

ধ্রুবক আলো বলেছেন: বাহ! চমৎকার.,,, খুব সুন্দর লিখছেন

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: ধন্যবাদ। মন্তব্যকারীকে আন্তরিক অভিনন্দন।

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা!!
ভালোলেগেছে, শুভ কামনা আপনার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.